কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ফেব্রুয়ারি ২০২১

schedule
2021-02-09 | 09:49h
update
2021-02-09 | 11:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Gulf News

আন্তর্জাতিক
  • ভ্যাটিকান সিটিতে `দ্য সিনড অব বিশপস’-এর সহকারী সচিব হিসাবে নাতালি রেকার্তকে (৫২) নিযুক্ত করলেন পোপ ফ্রান্সিস। এই প্রথম কোনো মহিলাকে এই পদে বসানো হল। ক্যাথলিকদের প্রচলিত রীতির বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ক্যাথলিকদের নীতি নির্ধারণ সংক্রন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পর্যালোচনার জন্য পোপ ষষ্ঠ পল এই প্রতিষ্ঠানটি গডে ছিলেন ১৯৬৫ সালে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করলে তাঁরাও আন্তর্জাতিক পরমাণু চুক্তি মেনে নেবেন বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্লা আলি খামেনেই। জো বাইডেন মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পর ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন।
জাতীয়
  • উত্তরাখণ্ডে তুষার ধস জলোচ্ছ্বাস হড়পা বানে ১০ জনের মৃত্যু হল। নিখোঁজ অন্তত ১৭০ জন। জোশী মঠের কাছে নন্দাদেবী হিমবাহর একাংশ ভেঙে পড়ে তুষার ধস নামে। ক্ষতিগ্রস্ত হল ১৩.২ মেগাওয়াটের ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প। তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Advertisement

বিবিধ
  • পশ্চিমবঙ্গের হলদিয়ায় এলপিজি টার্মিনাল এবং উত্তরপ্রদেশ থেকে দুর্গাপুর পর্যন্ত গেল-এর গ্যাস পাইপ লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পেরও শিলান্যাস করলেন তিনি।
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৭৮ জনের মৃত্যু হয়েছে, দৈনিক মৃত্যুর হিসাবে এই সংখ্যা গত একমাসে সর্বনিম্ন।

 

খেলা
  • ভারতের প্রাক্তন টেনিস কোচ তথা ডেভিস কাপে ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আখতার আলি (৮২) প্রয়াত হলেন। কলকাতা নিবাসী আখতার আলিকে দেশের টেনিস কিংবদন্তি বলে মানা হত। তাঁর পুত্র জিশান আলি বর্তমানে ভারতীয় টেনিস দলের কোচ। আখতার আলির প্রশিক্ষণে দুবার ভারত ডেভিস কাপের ফাইনালে উঠেছিল। তিনি নিজে উইম্বলডন ও ফরাসি ওপেনেও খেলছিলেন। ২০০০ সালে অর্জুন পুরস্কার পান তিনি।
  • অস্ট্রেলীয় ওপেনের ডাবলস মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন অজিঙ্কা রাহানে। পঞ্চম ভারতীয় মহিলা হিসাবে এই যোগ্যতা অর্জন করলেন তিনি।
  • চেন্নাই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করল ৫৭৮ রান। জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করল।
  • বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ম্যাচের চতুর্থ ইনিংসে দ্বিশতরান (২১০) করলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। চতুর্থ ইনিংসে ৩৯৫ রন তাড়া করে বাংলাদেশকে পরাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ।
  • আইএসএলে এসসি ইস্টবেঙ্গল ২-১ গোল হারাল এফসি জামশেদপুরকে। হায়দরাবাদ-নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।
  • ক্লাব ফুটবলে ৫০০তম গোল করে ফেললেন জনাটন ইব্রাহিমোভিচ। এসি মিলানের হয়ে তিনি এদিন জোড়া গোল করলেন ক্রেটনের বিপক্ষে।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 23:04:38
Privacy-Data & cookie usage: