আন্তর্জাতিক
- গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আং সাং সুকির মুক্তির দাবিতে ধর্মঘটে শামিল হলেন সরকারি চিকিৎসক ও শিক্ষকেরা। সেই সঙ্গে পথে নেমে বিক্ষোভে শামিল হলেন হাজার-হাজার জনতা। বৌদ্ধ সন্ন্যাসীদের একাংশও পথে নেমে বিক্ষাভ দেখালেন। বিক্ষোভ হঠাতে রাজধানী নেপিদ-এ জল কামান ব্যবহার করা হয়েছে সেনা-পুলিশের তরফে। সেনা অভ্যুত্থানের পর-পরই বিমান বন্দরগুলি বন্ধ করে দিয়েছিল সেনা প্রশাসন। এবার তারা ইয়াঙ্গনের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)ও বন্ধ করে দিল। ফলে সমস্যার মুখে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমান চলাচল।
- কোভিড প্রতিষেধক `অ্যাস্ট্রোজেনেকা’-র টিকাকরণ স্থগিত করে দিল দক্ষিণ আফ্রিকা। অল্প ও মাঝারি সংক্রমণে অক্সফোর্ডের এই টিকার প্রভাব তেমন নয় বলে এই সিদ্ধান্ত নিল তারা। এদিকে করোনা সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ৪ লক্ষ ৭৪ হাজার জনের প্রাণ কেড়েছে করোনা। সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৬ লক্ষ জন। প্রতি ১০ লক্ষ মানুষে সেখানে করোনায় সংক্রমিত ও প্রাণহানির সংখ্যা যথাক্রমে ৮৩,১২২ ও ১,৪৩০। ভারতে তা যথাক্রমে ৭,৮০৮ ও ১১২.
জাতীয়
- উত্তরাখণ্ডে জোশীমঠে নন্দাদেবী হিমবাহের ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে হল ২৬। অন্তত ২০২ জন নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন। ঋষি গঙ্গার বুকে এনটিপিসির নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখনে একটি সুড়ঙ্গ থেকে ১২ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। এ জন্য প্রাণপণ পরিশ্রম করে চলেছেন সেনা জওয়ান এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বহিনীর সদস্যরা। তুষারধসে ৫টি সেতু নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিবিধ
- সিএসআইআর-ইউজিসি নেট জুন ২০২০-তে প্রথম স্থানে অর্জন করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়র উদ্ভিদ বিদ্যার স্নাতকোত্তর উত্তীর্ণ ছাত্রী স্বর্ণালী দে। এই সর্বভারতীয় পরীক্ষায় তাঁর পার্সেন্টাইল স্কোর ১০০।
খেলা
- চেন্নাই টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৩৭ রানে। ২৪১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে তিনি ২৮ বার টেস্টে ৫ বা তার বেশি উইকেট পেলেন। লরেন্সকে আউট করে ইশান্ত শর্মাও টেস্টে ৩০০তম উইকেটের মালিক হলেন। ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করল।
- রাওয়াল পিন্ডি টেস্টে ৯৫ রানে জয়ী হল পাকিস্তান। ২০০৩ সালের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতল তারা।
- আইএসএলে মুম্বই সিটি–এফসি গোয়া ম্যাচ ৩-৩ গেলে অমীমাংসিত থাকল।
- পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যণ দপ্তরের উদ্যোগে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনকৃতি সম্মান দেওয়া হল বীর বাহাদুরকে। খেল সম্মান, বাংলার গৌরব ও ক্রীড়া গুরু সম্মান জানানা হল ৪৯ জনকে।
`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল