কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারি ২০২১

550
0
Current Affairs 26th November
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • ইউরোপীয় ইউনিয়ন (ই-ইউ) ছাড়ার হুমকি দিল রাশিয়া। এর আগে জার্মানি, সুইডেন, পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছিল তারা। ওই দেশগুলিও একই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার বিরাধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তারের বিরুদ্ধে বার-বার সুর চড়িয়েছে ইইউ। অন্যদিকে সরকার বিরোধী বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া।
  • মায়ানমারের ওপর আর্থিক, সামরিক, ও সফর সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানালেন মায়ানমারে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত তদন্তকারী অফিসার অ্যান্ড্রু টমাস। মায়ানমারের ওপর ১০০ কোটি ডলার সামরিক অনুদান বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতীয়
  • তামিলনাড়ুর বিরুধুনগর জেলার আচান কুলামে একটি বাজি কারখানায় আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হল।
  • জোশীমঠে ধস, হড়পা বানে নিখোঁজদের সন্ধানে আপাতত যন্ত্রের সাহায্যে উদ্ধার কাজ জারি রেখেছে প্রশাসন। এদিকে ধ্বংসাবশেষ জমে ঋষিগঙ্গা নদীর গতিপথ রুদ্ধ হয়ে ৩৫০ মিটার দীর্ঘ, ৬০ মিটার উঁচু একটি হ্রদ সৃষ্টি হয়েছে। জলের চাপে সেটি ভেঙে পড়লে ফের বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে লাগাতার নজরদারি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বিবিধ
  • তুহিনকান্তি ঘোষ (৭৩) প্রয়াত হলেন। এক সময় তিনি ছিলেন `যুগান্তর’ ও `অমৃতবাজার পত্রিকা’র সম্পাদক। তিনি ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির প্রাক্তন সভাপতি এবং সংবাদ সংস্থা ইউএনআই-এর প্রাক্তন চেয়ারম্যান।                                                                                                                                           
খেলা
  • ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। ২০১৩ সালের পর দ্বিতীয়বার তারা এই ট্রফি জিতল। এদিন ফাইনালে তারা ১-০ গেলে পরাস্ত করল মেক্সিকোর ক্লাব টাইগ্রেস উনানকে। ফলে টানা ৯ বছর ইউরোপেই থাকল এই ট্রফি। গত ১২ মাসে বায়ার্ন মোট ৬টি ট্রফি জিতে ২০০৯ সালে বার্সেলোনার করা নজির স্পর্শ করল। এদিন একমাত্র গোলটি করলেন লাভার্ড।
  • আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গল–হায়দরাবাদ এফসি ম্যাচ ১-১ গেলে ড্র হল।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল