কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ফেব্রুয়ারি ২০২১

414
0
Sports

আন্তর্জাতিক
  • মায়ানমারের ৩০০ জন সাংসদের লেখা চিঠি গেল রাষ্ট্রসংঘে। সেখানে মায়ানমারে গণতন্ত্র ফেরাতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করা হল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এদিন একটি জরুরি বৈঠকে বসে। মায়ানমারে মানবাধিকার বিষয়ক নজরদারি চালাতে আধিকারিকদের প্রবেশে অনুমতি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে সে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ অবস্থান সমানেই চলছে। সরকারি চিকিৎসক ও শিক্ষকদের পর এদিন থেকে বহু আইনজীবীও বিক্ষোভে অংশ নিয়ছেন।
  • রাষ্ট্রসংঘের মহাসচিব পদের জন্য নিজেই নিজের নাম প্রস্তাব করলেন আকাঙ্ক্ষা অরোরা (৩৪)। ভারতীয় বংশোদ্ভূত অরোরা রাষ্ট্রসংঘেরই সংগঠন ইউএনডিপিতে কর্মরত। প্রসঙ্গত, বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের (৭৫) মেয়াদ শেষ হবে এ বছরের শেষ দিনে। তবে তিনি ফের ওই পদের জন্য মনোনয়ন জমা দেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন।

জাতীয়
  • জোশী মঠে জলবিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকা অন্তত ৩০ জন শ্রমিককে উদ্ধারে এবার শতাধিক বিজ্ঞানীরও সাহায্য নিল প্রশাসন। এদিকে নতুন সৃষ্টি হওয়া হ্রদ ভেঙে বিপর্যয়ের আশঙ্কায় ডিআরডিও-রও সহায়তা নেওয়া হচ্ছে। ৩৮৫টি গ্রামে বিপদের আশঙ্কা করছে প্রশাসন।
  • বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে বিতর্কিত বিচারপতি পুষ্পা গনেড়িয়াওয়ালাকে প্রথামাফিক দুবছরের পরিবর্তে এক বছরের জন্য দায়িত্ব বাড়াল কেন্দ্রীয় সরকার।

 

বিবিধ
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সালে ছাত্র ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রশ্মি সামন্ত। ভারতীয় ছাত্রী রশ্মি বর্তমানে লিনাকর কলেজে এনার্জি সিস্টেম নিয়ে স্নতকোত্তর পড়ছেন। কর্নাটক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হয়ে অক্সফোর্ড পড়তে গেছেন রশ্মি। এই প্রথম কোনো ভারতীয় ছাত্রী এই পদে নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বীর তিন প্রার্থীর পাওয়া মোট ভোটের থেকেও তিনি বেশি ভোট পেয়েছেন।

খেলা
  • চেন্নাই টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ৩০০ রান করল ভারতীয় ক্রিকেট দল। শতরান (১৬১) করলেন রোহিত শর্মা। এটি তাঁর সপ্তাম টেস্ট শতরান। অজিঙ্কা রাহানে করলেন অর্ধশতরান (৬৭)। এদিন শূন্য রান করলেন বিরাট কোহলি যা টেস্টে একাদশবার হল।
  • ৩৩৪ দিন পর কলকাতায় শুরু হল প্রথম শ্রেণির ক্রিকেট। এদিন সিএবির ঘরোয়া লিগ শুরু হল।
  • আইএসএলে চেন্নাইয়িন এফসি–এফসি গোয়ার ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকল।

 

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল