কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রয়ারি ২০২১

639
0
Current Affairs

আন্তর্জাতিক
  • প্রবল ভূমিকম্প অনুভূত হল জাপানের উত্তর-পূর্বাংশে। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.৩। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তোহোকু এলাকার মিয়ামি ও ফুকুসিমা। অন্তত ১০৪ জন জখম হয়েছেন এই কম্পনে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও রেল পরিষেবা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে ১০০ জনের মধ্যে ৫৭ জন সেনেটর সায় দিলেন। তবে এক্ষেত্রে দুই তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন ছিল। ফলে ২০১৯ সালের মতো এবারও ওই প্রক্রিয়া থেকে রেহাই পেয়ে গেলেন ট্রাম্প। ২০২৪ সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

 

জাতীয়
  • ধস, মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ডের জোশীমঠের বিভিন্ন স্থান থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার হল। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১। ৭ ফেব্রুয়ারি ওই বিপর্যয়ের পর এখনও উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
  • বেঙ্গালুরু থেকে দিশা রবি নামে একজন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। সিংঘুতে কৃষকদের অবস্থানের সমর্থনে গ্রেটা থুনবার্গের `টুলকিট’ এডিট করে প্রচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হল।

 

বিবিধ 
  • রান্নার গ্যাসের ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডার পিছু দাম ৫০ টাকা করে বাড়ল। ফলে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে হল ৭৯৫.৫০ টাকা। পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দামও। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯০.২৫ এবং ৮২.৯৪ টাকা।

 

খেলা
  • চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে একদিনে ১৪ উইকেট পড়ল। ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩২৯ রানে এরপর ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল ১৩৪ রানে। রবিচন্দ্রন অশ্বিন একাই নিলেন ৫ উইকেট। এর ফল ৭টি ম্যাচ খেলে তাঁর টেস্ট উইকেট সংখ্যা হল ৩৯১। তিনি ২০০ বার বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করেছেন যা একটি রেকর্ড। অশ্বিন দেশের মাটিতে ৪৫ টেস্টে ২৬৮ উইকেট নিয়ে টপকে গেলেন হরভজন সিংকে (৫৫ টেস্টে ২৬৫)। টেস্টে ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (৬৩ টেস্টে ৩৫০টি উইকেট)।
  • দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্টই ন্ডিজ। দুই ইনিংসে ৯ উইকেটে নিলেন ক্যারিবিয়ান অফস্পিনার রাহকিম কর্নওয়াল।
  • জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়ে আইএসএল-এর লিগ টেবলের শীর্ষস্থানে উঠল মোহনবাগান এফসি। ১৭ ম্যাচে তাদর সংগ্রহ ৩৬ পয়েন্ট। অন্য ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ৩-১ গোলে হারাল ওড়িশা এফসিকে। লিগ টেবিলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বই এবং নর্থ ইস্ট।
  • টি২০ সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত (২-১) করল পাকিস্তান।