কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ফেব্রুয়ারি ২০২১

schedule
2021-02-18 | 06:21h
update
2021-02-18 | 06:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • করোনা অতিমারীর মধ্যেই নতুন বিপদ উপস্থিত হয়েছে গিনিতে। পশ্চিম আফ্রিকার দেশটি ইবোলাকে মহামারী বলে ঘোষণা করল। সেখানে ইবোলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে একটি মার্কিন সংবাদ সংস্থা দাবি করেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসের চিনে ভয়াবহ রূপ ধারণ করেছিল করোনা ভাইরাসের সংক্রমণ। যে তথ্য প্রকাশিত হয়েছে বাস্তব পরিস্থিতি তার থেকেও ভয়াবহ ছিল বলে তারা দাবি করল।
  • মায়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে পথে নেমে এবার বিক্ষোভে শামিল হল হাজার-হাজার ছাত্রছাত্রীও। এদিকে পুনরায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সেনাপ্রশাসন। ইয়াঙ্গন সহ বড় শহরগুলিতে সমানেই টহল দিয়ে চলেছে সাঁজোয়া গাড়ি।
জাতীয়
  • তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এখনও জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করতে পারেননি উদ্ধারকারীরা। যার ফলে যোশী মঠের আকস্মিক প্লাবনে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৫৪। এদিকে উত্তরাখণ্ডের এই ঘটনায় জলসংকট দেখা দিয়েছ ৫৩০ কিমি দূরের দিল্লিতে।
  • সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পি ভি সাবন্ত (৯১) প্রয়াত হলেন। ১৯৮৯-১৯৯৫ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব সামেলেছেন।
  • দেশে করোনা সংক্রমণ কমায় কর্মচারীদের নিয়মিত হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। মে মাস থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল। প্রসঙ্গত, কেরল ও মহারাষ্ট্র বাদে অন্য সর্বত্র সংক্রমণ নিম্নমুখী।
Advertisement

 

বিবিধ
  • রাঁচির সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাইকিঅ্যাট্রির অধিকর্তা হলেন চিকিৎসক বাসুদেব দাস। এই প্রথম কোনো বাঙালি এই পদে বসলেন।
  • গত জানুয়রি মাসে দেশের রপ্তানি ৬.১৬ শতাংশ ও আমদানি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ঘাটতি কমে হল ১৪৫৪ কোটি ডলার।
  • শেয়ারসূচক নিফটি ১৫ হাজার পয়েন্টের ঘরে ও সেনসেক্স ৫২ হাজার পয়েন্টের ঘরে প্রবেশ করল।
খেলা
  • চেন্নাইয়ের পি এ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৮৬ রানে। এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করলেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৪৮ বলে (১০৬) শতরান করলেন তিনি। এটি তাঁর পঞ্চম টেস্ট শতরান। অশ্বিন এই নিয়ে তৃতীয়বার একই টেস্টে ৫ উইকেট নিলেন ও শতরান করলেন। এক্ষেত্রে তাঁর আগে রয়েছেন ইয়ান বোথাম (৫ বার)। জয়ের জন্য ইংল্যান্ডের কাছে ৪৮২ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত।
  • আইএসএলে বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসিকে। বেঙ্গালুরুর হয়ে এদিন ২০০তম ম্যাচ খেললেন সুনীল ছেত্রী। এদিন জোড়া গোল করলেন তিনি।
  • ক্রিকেট থেকে অবসর নিলেন নমন ওঝা (৩৭)। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ৯৭৫৩। দেশের হয়ে তিনি দুটি একদিনের এবং একটি করে টেস্ট, টি২০ ম্যাচ খেলেছিলেন।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 03:54:45
Privacy-Data & cookie usage: