কারেন্ট অ্যাফেয়ার্স ১২ অগস্ট ২০২৪

91
0
Current Affairs 12th August

আন্তর্জাতিক
  • হাউসিং স্কিম কেলেঙ্কারি মামলায় পাকিস্তান সেনা গ্রেপ্তার করলো সে দেশের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রাক্তন প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে। তিনি কোর্ট মার্শালের মুখোমুখি হবেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোন প্রাক্তন গোয়েন্দা প্রধানকে কোর্ট মার্শালের মুখে পড়তে হচ্ছে। ফয়েজ হামিদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে এর আগে মন্তব্য করেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
  • বাংলাদেশে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা থেকে পালিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা, সংঘর্ষে ৪২ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। থানায় থানায় হামলা হয় পুলিশ কর্মীদের ওপর। অবশেষে এদিন বিভিন্ন থানায় কাজে ফিরলেন পুলিশকর্মীরা। এদিন বাংলাদেশের খুলনায় মুজিবনগরে শহিদ স্মারক কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের কয়েকশো ভাস্কর্য ভেঙে ফেলা হল। এর আগে আন্দোলনকারীরা পাকিস্তানি সেনার আত্মসমর্পণের স্মারকও ভেঙে দিয়েছিল। এদিকে বাংলাদেশে আন্দোলনের পরবর্তীকালে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এদিন বিক্ষোভ সমাবেশ আয়োজিত হল ঢাকা, গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে এদিন বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে, কানাডার টরেন্টো শহরে এবং লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে।
 জাতীয়
  • বিহারে জেহানাবাদ জেলায় বাবা সিদ্ধেশ্বরনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় আরো ১৬ জন গুরুতর অসুস্থ হয়েছেন।
  • কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর ছাত্রীকে নৃশংস ভাবে হত্যার ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে শামিল হলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক ও ছাত্রছাত্রীরা। ওই ঘটনার প্রতিবাদে পথে নামলেন সাধারণ মানুষ এবং নাগরিক সমাজও।
খেলা
  • ছত্তিশগড়ে আয়োজিত অনূর্ধ্ব ১৬ বছর বি সি রায় ট্রফি জিতল বাংলা। এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা ওড়িশাকে ২-০ ব্যবধানে হারিয়েছে।
বিবিধ
  • ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাংকিং ফ্রেমওয়ার্ক সমীক্ষায় দেশের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থান পেল আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থান পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পেয়েছে দেড়শতম স্থান। রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর দ্বিতীয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান পেয়েছে।
  • গত জুলাই মাসে মূল্য বৃদ্ধির হার ছিল ৩.৫৪ শতাংশ, গত পাঁচ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন।