পাকিস্তানে ফের সেনা ঘাঁটিতে আক্রমণ চালালো সশস্ত্র জঙ্গিরা। এই আক্রমণে অন্তত ২৩ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।খাইবার পাখতুনওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার ওই সেনা ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ভোর রাতে ঢুকে পড়ে জঙ্গিরা। মোট ৬ জন আত্মঘাতী জঙ্গি এই হামলা চালায়। পাকিস্তান তেহরিক ই তালিবান পাকিস্তান এর একটি শাখা তেহরিক ই জেহাদ পাকিস্তান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মিশর সীমান্তের কাছে গাজা ভূখণ্ডের রাফা শহরে ইজরায়েলি বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রে নিহত হলেন ২৪ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশু ও ৫ জন মহিলা। পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের জেননেও ইজরায়েলের অভিযানে ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আপাতত তারা গাজার ১১ টি হাসপাতালে পুরোপুরি বা আংশিক পরিষেবা দিতে পারছে।
জাতীয়
মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নতুন একটি বিল পেশ করা হলো রাজ্যসভায়। এদিন এই বিল পাস হয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা কমিশনার নিয়োগ-এর সিদ্ধান্ত নেবেন।
রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজন লাল শর্মা। তিনি প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রীর কুরসিতে বসছেন। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন জয়পুর রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী এবং দলিত নেতা প্রেমচাঁদ বৈরবা।
পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনকে ঐতিহ্যশালী ভবন হিসেবে ঘোষণা করল কলকাতা পৌরসভা। এই ভবনটি নির্মিত হয়েছিল ১৯৩২ সালে।
এবার থেকে জাল নোটের কারবারকেও সন্ত্রাসবাদ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত নতুন বিলে এই সংস্থান রেখেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন বিল লোকসভায় পেশ করা হয়েছে। মানসিক যন্ত্রণা মহিলাদের উপর নিষ্ঠুরতার বিষয় হিসাবে গণ্য করা হবে, নতুন ফৌজদারী বিলে এই সংস্থানও রাখা হয়েছে।
খেলা
দুবাইয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সেমি ফাইনালে উঠল ভারত। এদিন ভারত ১০ উইকেটে হারিয়ে দিল নেপালকে।
তুরস্কের লিগ ফুটবলের যাবতীয় খেলা স্থগিত করে দিল তুরস্ক ফুটবল সংস্থা। ঘটনার সূত্রপাত আঙ্কারাগুচু বনাম রাইসজেসপুর ম্যাচ ঘিরে এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। খেলার একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। তখন আঙ্কারাগুচু ক্লাবের প্রেসিডেন্ট ফারুক কোকা মাঠে নেমে রেফারিকে লাথি ও ঘুসি মারেন। এরপর আঙ্কারাগুচুর সমর্থকরাও মাঠে নেমে তুলকালাম কাণ্ড ঘটান।
বিবিধ
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তথ্য উদ্ধৃত করে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্র মন্ত্রী ভারতী পাওয়ার জানালেন, দেশে প্রতি ৮৩৪ জন নাগরিক কিছু একজন এলোপ্যাথি চিকিৎসক রয়েছেন। অন্যদিকে দেশে প্রতি ৪৭৬ জন নাগরিক কিছু একজন নার্স রয়েছেন ।এই তথ্য ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী তৈরি।
নভেম্বরে খুচরো মূল্য বৃদ্ধির হার হয়েছে ৫.৫৫ শতাংশ। এই হার গত তিন মাসের মধ্যে সবথেকে বেশি। গত অক্টোবর মাসে দেশে শিল্পবৃদ্ধির হার হয়েছে ১১.৭ শতাংশ। এই হার গত ১৬ মাসে সব থেকে বেশি।