কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জানুয়ারি ২০২৪

schedule
2024-01-13 | 07:22h
update
2024-01-13 | 07:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • দ্য হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক জাস্টিস কোর্টে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করল দক্ষিণ আফ্রিকা। গাজায় নৃশংস হামলা চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে এই মামলায়। আদালতে দক্ষিণ আফ্রিকার আইন মন্ত্রী রোনাল্ড  লামোলা দাবি করেছেন, প্যালেস্টাইন গত ৭৬ বছর ধরে ইজরায়েলের হামলা সহ্য করছে । তবে গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসগোষ্ঠীর হামলারও নিন্দা করেছে তারা। এদিকে হামাস ইজরায়েল-এর এই সংঘর্ষ ৯৮ দিনে পা দিয়েছে। প্যালেস্টাইন দাবি করেছে, এই হামলায় গাজায় ২৩৭০৮ জন নিহত হয়েছেন।  অগুন্তি দেহ যুদ্ধের ধ্বংসস্তুপ-এর নিচে চাপা পড়ে আছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট, গাজা আর বাসযোগ্য নেই। সেখানে বিদ্যুৎ সংযোগ, জ্বালানি, পানীয় জল, খাদ্য সবকিছুর অভাবই প্রকট। অন্যদিকে ইজরায়েলের বক্তব্য, আত্মরক্ষা করার অধিকার তাদের রয়েছে।
  • ইয়েমেনে হুথি সন্ত্রাসবাদিদের বিরুদ্ধে অভিযান শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। আরব সাগরে বারবার বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এই জঙ্গিদের বিরুদ্ধে। অভিযোগ, তারা ইরানের মদদপুষ্ট। তাদেরকে সংযত হওয়ার বার্তা দেওয়া হলেও তারা লাগাতার বাণিজ্যিক জাহাজগুলির ওপর হামলা চালিয়েছে। এরপরই আকাশ পথে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ বাহিনী। এতে পাঁচ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে হুথি গোষ্ঠী দাবি করেছে গাজায় ইজরায়েলের একতরফা হামলার প্রত্যাঘাত করছে তারা।
  • মায়ানমারে সেনা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে বলে দাবি করল চিন। এর ফলে সে দেশে গৃহযুদ্ধের অবসান হবে এবং সীমান্ত বাণিজ্য শুরু হবে বলে তারা দাবি করেছে। প্রসঙ্গত, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয়েছিল মায়ানমারে। তখন আং শান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারকে ক্ষমতারচ্যুত করা হয়। এই সংঘর্ষ বিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা করেছে বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স।
Advertisement

জাতীয়
  • দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই-এর সঙ্গে নবি মুম্বইয়ের সংযোগকারী এই সেতুটির নাম দেওয়া হয়েছে অটল সেতু। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই নামকরণ। এটি ২১.৮ কিলোমিটার দীর্ঘ। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার কোটি টাকা।
  • জাতীয় নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন পদ ছেড়ে দিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, তাঁর অভিনীত একটি ছবি ‘মে অটল হু’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ জানুয়ারি। এটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন অবলম্বনে নির্মিত। ফলে রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার কারণে তিনি এই পদ ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন।
  • চেন্নাই বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের গভীরে ভারতীয় বায়ু সেনার একটি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল। ২০১৬ সালে ২৯ জন সেনা কর্মীসহ নিখোঁজ হয়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার এ এন ৩২ বিমানটি। এতদিন তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির নেতৃত্বে এই বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
খেলা
  • কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে শেষ হয়ে গেল উত্তরপ্রদেশের প্রথম ইনিংস। চার উইকেট নিয়েছেন বাংলার মহম্মদ কাইফ। অভিষেক ম্যাচ এই তিন উইকেট নিলেন বাংলার সুরজ সিং জয়সওয়াল। জবাবে বাংলা প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ৯৫ রান।
  • মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠলো ভারতের সাত্ত্বিক সাইরাজ রনকি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।
বিবিধ
  • নতুন রেকর্ড তৈরি হল ভারতের শেয়ার বাজারে। এদিন  শেয়ার সূচক সেলসেক্স বৃদ্ধি পেল ৮৪৭.২৭ অংক।  সেন্সেক্স পৌঁছালো রেকর্ড ৭২৫৬৮.৪৫ অংকে। অন্যদিকে নিফটি ২৪৭ অংক বেড়ে পৌঁছল রেকর্ড ২১ ৮৯৪.৫৫ অংকে। পরপর চার দিন শেয়ার সূচক বাড়ায় বিনিয়োগকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৬.৮৮ লক্ষ কোটি টাকা।
  • গত ডিসেম্বর মাসে দেশে খুচরো বাজারের মূল্য বৃদ্ধি হয়েছে ৫.৬৯। শতাংশ মূল্য বৃদ্ধির এই হার গত চার মাসে সর্বোচ্চ।
  • ইয়ামপিলের এর ঠিকানা বদল হলো।   ইয়ামপিল হল ১২ বছর বয়সি একটি এশীয় কালো ভালুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দোনেতশ অঞ্চলের ইয়ামপিল এলাকার একটি ক্ষতিগ্রস্ত চিড়িয়াখানা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ভালুকটিকে গ্রহণ করেছে স্কটল্যান্ডের  এডিনবরার কাছে অবস্থিত  ফাইভ সিস্টার্স চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেই এলাকার নামেই তার নামকরণ করা হলো।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 13:23:58
Privacy-Data & cookie usage: