যথেষ্ট চেষ্টা সত্বেও ন্যাটোর সদস্য পদ এখনই পেল না ইউক্রেন। লিথুয়ানিয়ার ভিলিনিয়াসে ন্যাটোর দুদিনের বৈঠক সমাপ্ত হল। এখান থেকেই সুইডেন কে ন্যাটোর সদস্য করার সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু ইউক্রেনকে আপাতত অর্থ ও অস্ত্র সহযোগিতার বেশি কিছু দিল না ন্যাটো।
ছ’মাস পর বাংলাদেশে সাধারণ নির্বাচন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। ঢাকার বুকে সুবিশাল জনসমাবেশ থেকে এই দাবি তুলল বিএনপি সহ ১১টি দল। একই দিনে বিএনপি অন্য এক সমাবেশ থেকে প্রস্তাব নিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে রেখেই তারা নির্বাচন চায়।
জাতীয়
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি এস ভি ভাট্টি। তাঁরা দুজনে যথাক্রমে তেলেঙ্গানা হাইকোর্টের ও কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কর্মরত ছিলেন। এই দুজন বিচারপতিকে নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হল ৩২ জন।
ফ্রান্সের স্ট্রাসবর্গে ইউরোপীয় সংসদের অধিবেশনে ভারতের মনিপুরে অচলাবস্থা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা ও ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের প্রাক্কালে এই পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়ন। ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, মণিপুরের ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয়।
ওড়িশার বহানাগা বাজারে ভয়াবহ রেল দুর্ঘটনায় সাত জন কর্মীকে সাসপেন্ড করল রেল কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজনকে সিবিআই আগেই গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত ২ জন বাহানাগা রেল দুর্ঘটনায় ২৯৩ জনের প্রাণহানি হয়েছিল।
খেলা
কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় মেয়েদের ৪৯ কেজি বিভাগে ভারতের জ্ঞানেশ্বরী যাদব সোনা জিতলেন। তিনি ১৭৬ কেজি ভার উত্তোলন করে এই পদক পেলেন। এই প্রতিযোগিতায় দেশের হয়ে এবার প্রথম পদক জিতলেন জ্ঞানেশ্বরী।
ডমেনিকায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে দেড়শ রান করে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত রবিচন্দ্রন অশ্বিনকে দলের বাইরে রেখে খেলতে নেমেছিল। দলে ফিরে এদিন পাঁচ উইকেট নিলেন তিনি। শুধু তাই নয় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটও সংগ্রহ করলেন রবিচন্দ্রন। ভারতে অনিল কুম্বলে এবং হরভজন সিং ছাড়া অন্য কারো এই রেকর্ড নেই। এদিন তার বলে আউট হন ওয়েস্ট ইন্ডিজের তেজনারায়ন চন্দ্রপল। ১২ বছর আগে টেস্টে রবিচন্দ্রনের বলেই একবার আউট হয়েছিলেন তেজনারায়নের বাবা শিবনারায়ণ চন্দ্রপল। একই বোলারের হাতে বাবা ও ছেলের আউট হওয়ার ঘটনা বিশ্বে এই নিয়ে পঞ্চম বার হল। এর আগে ইয়ান বোথাম, ওয়াসিম আক্রম, সাইমন হার্মার ও মিচেল স্টার্ক এই কৃতিত্ব দেখিয়েছেন।
বিবিধ
বিশ্বের বরেন্য কথাসাহিত্যিক তথা বিশিষ্ট ঔপন্যাসিক মিলান কুন্দেরা প্রয়াত হলেন। প্যারিসে চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন তিনি। সাবেক চেকোস্লভাকিয়ায় জন্ম হয়েছিল মিলান কুন্দেরার। ১৯৬৭ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘দ্য জোক’ । চেক কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন তিনি। কিন্তু সেই দল থেকে বিতাড়িত হওয়ায় ১৯৭৫ সালে চেকোস্লভাকিয়া থেকে চলে আসেন ফ্রান্সে। ১৯৭৯ সালে তাঁর নাগরিকত্ব কেড়ে নেয় চেকোস্লভাকিয়া সরকার । ১৯৮১ সালে তিনি ফরাসি নাগরিকত্ব পান। ফ্রান্সে থাকতে থাকতে চেক ভাষা ত্যাগ করে ফরাসি ভাষাতেই উপন্যাস লিখতে শুরু করেন মিলান। তাঁর লেখা ‘দি আনবেয়ারেবল লাইট নেস অফ বিয়িং’ বিখ্যাত। ২০১৯ সালে তাঁকে নাগরিকত্ব ফিরিয়ে দেয় চেক প্রজাতন্ত্র।
গত জুন মাসে দেশে খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৪.৮১%, এই হার গত তিন মাসের মধ্যে সবথেকে বেশি।
মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি জানতে নতুন একটি সংস্থা তৈরি করলেন ধনুকুবের ইলন মাস্ক। এই সংস্থার নাম এক্স এ আই।