কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০২৪

126
0
Current Affairs 12th July

আন্তর্জাতিক
  • নেপালে প্রধানমন্ত্রীর গদি হারালেন পুষ্প কমল দহল ওরফে প্রচন্ড। ২৭৫ আসন বিশিষ্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ছিল ১৩৮ টি ভোটের। সেখানে মাত্র ৬৩ জন প্রচন্ডকে সমর্থন করেছেন এবং ১৯৪ জন বিরোধিতা করেছেন। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট কমিউনিস্ট পার্টির নেতা খড়গ প্রসাদ শর্মা অলি বা কেপি শর্মা অলি পুনরায় বসতে চলেছেন বলে অনুমান করা হচ্ছে।
  • নেপালের ভাগবত জেলায় ত্রিশুলী নদীতে বন্যায় ভেসে গেল দুটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৬৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই বাস দুটিতে অন্তত সাতজন ভারতীয় যাত্রী ছিলেন।
জাতীয়
  • ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের পৌরহিত্তে নয়া দিল্লিতে আয়োজিত হল বিমস্টেক মঞ্চের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক।
  • ১৯৭৫ সালের ২৫ জুন তারিখে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । এবার থেকে প্রতিবছর ওই নির্দিষ্ট তারিখটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উদ্যোগের প্রতিবাদ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ মন্তব্য করেছেন, ‘এবার থেকে প্রতিবছর নোট বাতিল ঘোষণার ৮ নভেম্বর দিনটিকে জীবনযাপনের হত্যা দিবস হিসেবে পালন করা হবে।’
খেলা
  • লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ইনিংস ও ১১৪ রানে জয়ী হল ইংল্যান্ড। পূর্ব ঘোষণা মত এই টেস্ট থেকেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। টেস্টে মোট ৭০৪ উইকেট শিকার করলেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে উইকেট শিকারিদের তালিকায় তাঁর স্থান এখন তৃতীয় এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে প্রথম।
বিবিধ
  • সমুদ্র সৈকতে ভেসে এসে আর গভীর সমুদ্রে ফিরে যেতে পারেনি ৭৭ টি তিমি। স্কটল্যান্ড এর ওকর্নি দ্বীপপুঞ্জে মৃত্যু হল তাদের।
  • শেয়ার সূচক সেনসেক্স ৮০৮৯৩ অংকে পৌঁছে নতুন রেকর্ড গড়ল। এদিন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে অপর শেয়ার সূচক নিফটিও।