কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুন ২০২৩

358
0
Current Affairs 12th June

আন্তর্জাতিক
  • প্রয়াত হলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বারলাসকানি বারলুস্কনি। তিনি একইসঙ্গে ছিলেন একজন ধনকুবের শিল্পপতি। ৩ দফায় সবমিলিয়ে ৯ বছর তিনি ইতালির প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।
  • রাষ্ট্রসঙ্ঘের প্রকাশ করা একটি রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে আল কায়দা এবং তেহরিক ই তালিবান পাকিস্তান নামের দুটি সন্ত্রাসবাদি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছেন আফগানিস্তানের তালিবান শাসকরা। তাদের সহযোগিতায় এই দুই সংগঠনের প্রসার হয়েছে এবং সন্ত্রাসবাদি হামলা চালানো হয়েছে। আফগানিস্থানের তালিবান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এই রিপোর্ট পক্ষপাতিত্বমূলক।
জাতীয়
  • বারানসীতে শুরু হলো জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের তিনদিনের সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উদ্বোধনী ভাষণে বলেছেন, ভূকৌশলগত সংঘাতের ফলে সবথেকে ক্ষতি হয়েছে গরিব দেশগুলির। তাদেরকে সঙ্গে নিয়েই বিশ্বকে অগ্রগতির পথে হাঁটতে হবে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই গোষ্ঠীর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্থায়ী উন্নয়নের জন্য ৭ বছরের একটি কর্মসূচির পরিকল্পনা শুনিয়েছেন।
  • চিনে কর্মরত শেষ ভারতীয় সাংবাদিককে চলতি মাসের মধ্যেই চিন ত্যাগ করার বার্তা দিল বেজিং প্রশাসন। এই নিয়ে চিনে কর্মরত চারজন সাংবাদিককেই ভারতে ফেরত পাঠানো হলো। কয়েকদিন আগে চিনের শিনহুয়া সংবাদ সংস্থা এবং সেন্ট্রাল টেলিভিশন সংস্থার দুজন সাংবাদিকের ভিসা বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান করেছিল নয়া দিল্লি। তার পাল্টা হিসাবেই ভারতীয় সাংবাদিকদের চিন ফেরত পাঠালো বলে মনে করা হচ্ছে।
  • হরিয়ানায় নয়াদিল্লি মুখী ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কৃষকরা। কুরুক্ষেত্রের পিপলিতে কৃষকদের মহা পঞ্চায়েতে দাবি তোলা হয়েছে সূর্যমুখী চাষে প্রতি কুইন্টাল ন্যূনতম সাধারণ মূল্য ৬৪০০ টাকা ঘোষণা করতে হবে। রাজ্য সরকার এক হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তাতে সম্মত হননি কৃষকরা।
খেলা 
  • ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপের খেলায় ভারত এক শূন্য গোলে হারিয়ে দিল ভানুয়াতুকে। ভারতের হয়ে জয়সূচক গোলটি করলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে এটি তাঁর ৮৬ তম গোল। এই নিয়ে দেশের মাটিতে পরপর সাতটি ম্যাচে অপরাজিত থাকলো ভারত। একইসঙ্গে ভারত প্রতিযোগিতার ফাইনালে পৌঁছ প্রসঙ্গত ফিফা বিশ্ব রাঙ্কিংয়ে ভারতের ক্রম ১০১, ভানুয়াতুর ১৬৪।
  • ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়ে টেনিসে বিশ্ব রাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন নোভাক জোকোভিচ। এর আগে তিনি রেকর্ড ৩৮৮ সপ্তাহ শীর্ষস্থানে ছিলেন।
বিবিধ
  • মে মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার গত বছরের মে মাসের তুলনায় কমে হয়েছে ৪.২৫ শতাংশ। এই হার গত ২৫ মাসে সব থেকে কম।
  • আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ ভারতের মূল্যায়ন রাখল ‘বি এ এ তিন’। এই মূল্যায়ন ঋণযোগ্যতার সর্বনিম্ন অবস্থান।