কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ ২০২৪

schedule
2024-03-14 | 07:07h
update
2024-03-14 | 07:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • গাজায় পুনরায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটলো।পবিত্র রমজান মাসের শুরুতেই ত্রাণ বিতরণ শুরু হয়েছিল। এমন সময় ত্রাণ প্রত্যাশী মানুষের ওপর ইজরায়েলের ট্যাংকার থেকে গুলিছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।গতসাড়ে পাঁচ মাসে গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১১৮৪।আহত হয়েছেন ৭৩ হাজার মানুষ।এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,হামাসের হেফাজতে থাকা একজন ইজরায়েলিযোদ্ধার মৃত্যু হয়েছে।তাঁর নাম আইটেচেন। বয়স ১৯ বছর। গত ৭ অক্টোবর হামাসজঙ্গিরা ইজরায়েল থেকে তাঁকেঅপহরণ করেছিল। তিনি একই সঙ্গে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র- উভয় দেশের নাগরিক।
Advertisement

জাতীয়
  • নির্বাচনীবন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করার জন্য ভারতের স্টেটব্যাঙ্ক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এদিন এ বিষয়ের তথ্য তারানির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে স্টেট ব্যাঙ্ক থেকে কে কবে কত টাকার নির্বাচনী বন্ড কিনেছে তা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্বাচনী বন্ডের মাধ্যমে কত টাকা জমা পড়েছে তাও প্রকাশ করা হয়েছে।সর্বোচ্চ আদালতের নির্দেশ আগামী শুক্রবারের মধ্যে তালিকার আকারে তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ভারতের নির্বাচন কমিশনকে।
  • প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানে ভেঙ্গে পরল ভারতীয় বায়ুসেনার একটি তেজসযুদ্ধবিমান। প্রসঙ্গত এই প্রথম কোন তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ল।
  • নির্ধারিত সময়ের আগেই মলদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করলো ভারত। মলদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত আদ্দুশহরেমোতায়েন২৫ জন ভারতীয় সেনা এদিন ওইদেশ ছেড়েছেন।
খেলা
  • রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস শেষ হলো ৪১৮ রানে। তারা জেতার জন্য ৫৩৮ রানের লক্ষ্যমাত্রা দিল বিদর্ভকে।এদিন একটি রেকর্ড করেছেন মুম্বাইয়ের মুশির খান।তিনি সব থেকে কম বয়সে রঞ্জি ট্রফিতেফাইনাল ম্যাচে শতরান করলেন। বর্তমানে মুশিরের বয়স ১৯ বছর ১৪ দিন। তিনি ১৯৯৪ মরসুমে ২১ বছর ১১ মাস বয়সে রঞ্জি ট্রফির ফাইনালে শচীন তেন্ডুলকরের শতরান করার রেকর্ড ভেঙে দিলেন। ঘটনাচক্রে এদিন মাঠে উপস্থিত ছিলেন শচীন স্বয়ং।
বিবিধ
  • ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাম্মানিক ডক্টরেট দিল মরিশাস। বর্তমানে রাষ্ট্রপতি মরিশাস সফরে রয়েছেন। সেখানকার ইউনিভার্সিটি অব মরিসাস তাঁকেসাম্মানিক ‘ডক্টর অব সিভিল ল’ ডিগ্রিতে ভূষিত করল।
  • ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো অবসরপ্রাপ্ত আই এ এস অফিসার মহুয়া বন্দ্যোপাধ্যায়কে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 06:05:42
Privacy-Data & cookie usage: