কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০২৪

265
0
Current Affairs 12th May

আন্তর্জাতিক
  • গাজার দের আল বালা শহরে বোমা বর্ষণ করল ইজরায়েলের সেনাবাহিনী। এই হামলায় অন্তত ২১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।মধ্য গাজার এই শহরে রবিবার দিনভর প্রবল হামলা চালায় ইজরায়েলি সেনা। রাষ্ট্রসংঘ এই হামলা কে ‘মানবতার অভূতপূর্ব সংকট’ বলে আখ্যা দিয়েছে। তাদের সাত মাস ধরে চলা লাগাতার হামলায় ৩৪ হাজার প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসে সম্পন্ন হবে রাষ্ট্রপতি নির্বাচন। তবে সেখানে উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ে রিপাবলিকান দলের হয়ে নিকি হ্যালি প্রার্থী হচ্ছেন না বলে স্পষ্ট করা হলো এদিন।
জাতীয়
  • হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে আরো এক ভারতীয়কে গ্রেপ্তার করল কানাডার পুলিশ। এর ফলে এই মামলায় মোট চারজন ভারতীয়কে গ্রেপ্তার করা হল। ২০২৩ সালের ১৮ই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন নিজ্জর। খালিস্থানি জঙ্গি নিজ্জরকে হত্যার পিছনে ভারতের গুপ্তচর সংস্থা জড়িত আছে বলে আগেই অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । ভারত সেই অভিযোগ অস্বীকার করেছিল। এই ঘটনা নিয়েই ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।
খেলা
  • এভারেস্ট ম্যান এবার তৈরি করলেন নতুন রেকর্ড। কিংবদন্তি কামি রিতা আরো একবার এভারেস্ট পর্বত শৃঙ্গে আরোহন করলেন। তিনি ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। এই পর্বতারোহী সব মিলিয়ে ২৯ বার এভারেস্ট শীর্ষে উঠলেন। এক্ষেত্রে তিনি ভাঙলেন নিজেরই রেকর্ড।
  • পোল্যান্ডে অনুষ্ঠিত সুপারবেট দাবায় ভারতের দাবাড়ু আর প্রজ্ঞানন্দ হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। তবে গ্রান্ড চেস টুর প্রতিযোগিতায় সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লসেনই। প্রজ্ঞানন্দ চতুর্থ স্থান পেয়েছেন।
বিবিধ
  • রেকর্ড মুনাফা করল ভারতের তিন রাষ্ট্র পেট্রোলিয়াম সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মোট মুনাফার পরিমাণ ছিল ৮১ হাজার কোটি টাকা। প্রসঙ্গত দেশের মোট পেল ব্যবসার নব্বই শতাংশই এই তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা করে থাকে। সাম্প্রতিক অতীতে তারা কখনো এত বেশি মুনাফা করেনি।
  • ৬২ বছর বয়সে প্রয়াত হলেন রিচার্ড স্লেম্যান। তিনি ছিলেন বিশ্বের প্রথম মানুষ যার শরীরে শুকরের কিডনি সফল ভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাস্যাচুসেটস জেনারেল হাসপাতালে সেই অস্ত্রোপচারের পরের দু’মাস সুস্থই ছিলেন তিনি।