কারেন্ট অ্যাফেয়ার্স ১২ নভেম্বর ২০২৩

269
0
Current Affairs 12th November

আন্তর্জাতিক
  • ইজরায়েল-হামাস সংঘর্ষ এবং গাজা ভূখণ্ডে ইজরায়েলের হানাদারির নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিল ১২০টি দেশ। ভারতও এই প্রস্তাবের পক্ষে রয়েছে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ সাতটি দেশ সরাসরি এই নিন্দা প্রস্তাবের বিরোধিতা করেছে। ১৮ টি দেশ ভোটদানে বিরত ছিল। অন্যদিকে এদিনও গাজায় একই রকম ভাবে হিংসাত্মক হামলা চালিয়ে গেছে ইজরায়েল। তবে এদিন তারা দাবি করেছে, রানটিসি হাসপাতালকে হামাস জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয়েছে। সেখানে আহমেদ সিয়াম নামে একজন জঙ্গি নেতা ১০০০ জন মানুষকে পণবন্দি করে রেখেছিল বলে দাবি করা হয়েছে। সিয়ামকে হত্যা করে পণবন্দিদের মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফে। এদিকে গাজার সবথেকে বড় হাসপাতাল আল শিফা মেডিকেল কলেজে বিদ্যুতের অভাবে ইনকিউবেটর যন্ত্র খারাপ হয় তিন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে একটি নির্মীয়মান সুরঙ্গ ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন ৩৬ জন শ্রমিক। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। উত্তরকাশী জেলার ব্রহ্মকাল যমুনেত্রী জাতীয় সড়কে সিল্কিয়ারা এবং ডন্ডালগাওয়ের মধ্যে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছিল। আটক শ্রমিকরা প্রাণে বেঁচে আছেন বলে জানা গেছে।
  • দীপাবলি উৎসবে সেনা কর্মীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । হিমাচল প্রদেশের লেপচায় তিনি সেনা জওয়ানদের কাছে উপস্থিত হয়েছিলেন।
  • কট্টর জঙ্গি সংগঠন আইএস এর হয়ে কাজ করার অভিযোগে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছয় জন ছাত্রকে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশ। এই ছয় জনই ছাত্র সংগঠন স্টুডেন্ট অফ আলিগড় ইউনিভার্সিটি (সামু) এর সদস্য।
  • ট্রেন চলার সময় ট্রেনের ভিতরের দুজন স্লিপার ক্লাসের যাত্রী আসন থেকে পড়ে আহত হয়ে প্রাণ হারালেন। পুরী -নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসের দুটি আলাদা সংরক্ষিত কামরায় এই ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ডের কোডারমা এবং গোমো স্টেশনের মাঝে ট্রেনটি ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলার সময় ওভারহেডের তার ছিড়ে যায়। চালক আপৎকালীন ব্রেক ব্যবহার করেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্যায়ের নটি ম্যাচের নটিতেই জয়ী হলো ভারত। এদিন ভারত ১৬০ রানে পরাস্ত করল নেদারল্যান্ডসকে। প্রথমে ব্যাট করে ৪ উইকেট খুইয়ে ভারত তুলেছিল ৪১০ রান। জবাবে নেদারল্যান্ডস ২৫০ রানেই গুটিয়ে যায়। বিরাট কোহলি এদিন অর্ধশত রান করেন এবং বল হাতে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ডস এর উইকেট নেন বিশ্বকাপ ম্যাচে এই প্রথম কোন উইকেট পেলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে তাঁর রান হলো ৫৯৪। এদিন ৬১ রান করলেন রোহিত শর্মা, সেই সঙ্গে সঙ্গে এক বছরে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করলেন। তিনি এবছর মোট ৬০টি ওভার বাউন্ডারি মেরেছেন। তিনি ভেঙ্গে দিলেন ২০১৫ সালে এ বি ডিভিলিয়ার্সের ৫৮ টি ওভার বাউন্ডারির রেকর্ড। এদিন শত রান করলেন ভারতের কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার। এই দুজনে চতুর্থ উইকেট জুটিতে তুললেন ২০৮ রান যা ভারতের হয়ে বিশ্বকাপে চতুর্থ উইকেটে একটি রেকর্ড। এদিন শুভমন গিলও অর্ধশতরান করেছেন। এই প্রথম কোন একদিনের ম্যাচে ভারতের প্রথম পাঁচ জন ব্যাটসম্যানই ৫০ বা তার বেশি রান করলেন। রোহিত শর্মা এবারের বিশ্বকাপে করলেন ৫০৩ রান যা অধিনায়ক হিসাবে যেকোনো বিশ্বকাপে করা সর্বোচ্চ রান।
বিবিধ
  • লন্ডনে একটি মেনু কার্ডের নিলামে দাম উঠলো ৮৩ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা সাড়ে চুরাশি লক্ষ টাকার সমান। এই মেনু কার্ডটির বৈশিষ্ট্য, সেটি ডুবে যাওয়া টাইটানিক জাহাজের মেনু কার্ড। ১৯১২ সালের ১১ এপ্রিল রাতে ডিনার পরিবেশন এর আগে এই মেনু কার্ড দেওয়া হয়েছিল। তার মাত্র দুদিন পর ১৯১২ সালের ১৪ এপ্রিল উত্তর অতলান্টিক মহাসাগরে হিমশৈলের ধাক্কায় ধীরে ধীরে ডুবে যায় বিশাল টাইটানিক জাহাজ। প্রাণ হারান অন্তত ১৫০০ জন। প্রাণে বাঁচেন গুটিকয় যাত্রী।  ব্রিটেনের সাউদাম্পটন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অভিমুখে যাচ্ছিল জাহাজটি। তখনকার বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক।।