আন্তর্জাতিক
- ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বিশ্বের জলবায়ুর গড় তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রিতে বেঁধে রাখার যে লক্ষ্যমাত্রা পরিবেশ-গবেষকরা নির্দিষ্ট করেছিলেন, তা ১.৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ২০২৩ সালের শেষের দিকেই। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা প্রবল বিপদের সম্মুখীন। এই পরিস্থিতিতে বাকু-তে চলছে ২৯তম জলবায়ু সম্মেলন। সেখানেই নানান আলোচনায় উঠে এসেছে জলবায়ুর ক্ষেত্রে বিশ্ব এখন চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবমান।
- এক ভিডিয়ো বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে হঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ইজরায়েলকে ফের হামলা করে, তা হলে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হবে। নেতানিয়াহুর দাবি ইজরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের ২.৩ বিলিয়ন ডলার খরচ করেছে। এই অর্থ ইরানের জনগণের। তিনি বলেন, কী ভাবে ধর্মান্ধ ইরানি তার নিজের জনগণের উন্নতি না করে ইজরাইলকে আক্রমণ করার জন্য এত অর্থ ব্যয় করেছে। তা ইরানের জনগণ দেখুক।
দেশ
- বেআইনি অনুপ্রবেশ এবং মানব পাচার রুখতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে জোরাল তল্লাসি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। দু রাজ্য মিলিয়ে ১৭টি স্থানে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা এবং কলকাতায় ১২টি জায়গায় তল্লাসি চালায় ইডি। বহু জাল পাশপোর্ট, প্রিন্টিং মেশিন, আধার কার্ড তৈরির ফাঁকা ফর্ম, নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে রাজ্যে আলকায়দা জঙ্গি চক্রের খোঁজে নেমে ন’টি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে।
- সম্প্রতি নাসা জানিয়েছে মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ আপাতত ফিরতে পারছেন না। কবে ফিরবেন, তারও সঠিক দিশা দেখাতে পারেনি।
খেলা
- পায়ের পাতায় চোট লাগায় গত এক বছর মাঠের বাইরে ছিলেন ভারতের অন্যতম পেশার মহম্মদ শামি। মধ্যপ্রদেশে ইন্দোরে রঞ্জি ম্যাচ খেলতে মাঠে নামছেন মহম্মদ শামি। আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তাঁকে দেখা যাবে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে সব মহলে।
বিবিধ
- প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। জন্ম ১৯২২ সালের ২২ ডিসেম্বর। তাঁর তৈরি নাট্য দলের নাম ‘ঋতায়ন’। যেখানে তিনি নাট্যকার এবং নির্দেশক দুইই ছিলেন। একগুচ্ছ নাটক তিনি করেছেন। সেই তালিকায় রয়েছে ‘অবসন্ন প্রজাপতি’, ‘লীলা’, ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’ সহ অনেক নাটক। এ ছাড়া বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল ‘বাঞ্ছারামের বাগান’, শত্রু। বহুদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে শিক্ষকতা করেছেন। তাঁর বহু লেখা পত্রপত্রিকার পাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক সময় ধারাবাহিক স্মৃতিকথাও লিখেছেন।
- শোনা গিয়েছিল কোয়ান্টাম কম্পিউটিংয়ের অকল্পনীয় গতি ও ক্ষমতার কথা। এ হেন কোয়ান্টাম অভিযানে পা রেখেছে কলকাতাও। দেশের অন্যতম কোয়ান্টাম হাব কলকাতা শহরে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস –এ এক আলোচনাসভায় ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন জাতীয় কোয়ান্টাম মিশনের চেয়ারম্যান অজয় চৌধুরী। তাঁর মতে, আগামী ৮ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ থেকে ১০০০ ফিজিক্যাল কিউবিট কোয়ান্টাম কম্পিউটার উৎপাদন। অদূর ভবিষ্যতে নেদারল্য়ান্ডস ও ফিনন্যান্ডের দুটি কোম্পানি কিউবিট কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ করবে।
- শেয়ার বাজারে ট্রাম্প আশঙ্কা এখনও বর্তমান। এই আশঙ্কায় টানা চার দিন সূচক নিম্নমুখী।
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে তাঁর ‘অরবিটাল’ বইয়ের জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার জিতলেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা অরবিটাল। মহাকাশচারীদের দুজন পুরুষ এবং চারজন নারী। মোট ১৩৬ পৃষ্ঠার বই। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতল।