কারেন্ট অ্যাফেয়ার্স ১২ সেপ্টেম্বর ২০২৪

117
0
Current Affairs 12th September

আন্তর্জাতিক
  • ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে, পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ‘গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসি’র সভায়। তিনি বলেছেন উত্তেজনা কমাতে চীন-ভারত সীমান্তে দুই দেশের সেনা অপসারণের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।  তবে এ কথাও স্বীকার করেছেন, ‘ফরোয়ার্ড’ এলাকা থেকে সেনা সরানোর চেয়েও বড় বিষয় হল সীমান্তে দুই বাহিনী সাজো সাজো অবস্থান। প্রচুর অস্ত্রশস্ত্র জড়ো হচ্ছে।
দেশ
  • মারা গেলেন সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরি। ৭১ বছর বয়সে ফুসফুসের রোগের জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট তৈরির সময় সকলের সঙ্গে সমন্বয় তৈরির কাজ করেছিলেন। প্রথম ইউপিএ সরকার গঠনেও তাঁর ভূমিকা স্মরণীয়। আবার বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বিরুদ্ধ সব দলগুলিকে একত্রিত করে ইন্ডিয়া জোট গঠনেও তাঁর অবদান ছিল। আপামর বামপন্থী ঘরানার রাজনীতিক হলেও তাঁর সঙ্গে সব রাজনৈতিক দলের কমীর্ নেতাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আদি বাড়ি অন্ধ্রপ্রেদেশ। বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, মা সরকারি চাকুরে। ছোটবেলা থেকেই ইয়েচুরি পড়োশোনায় তুখোড়। সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনিই প্রথম এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন। এক দীর্ঘ বামপন্থী জীবনের অবসান হল।
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মুখোমুখি আলোচনা ভেস্তে গেল। দু-পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ডাক্তারি ছাত্রীর মৃত্যু এবং সেই মৃত্যুর বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা ৩৫ দিন ধরে তাদের আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।  ৩৫ দিন ধরে চলা আন্দোলনে বর্তমানে তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে রাতভোর বিক্ষোভ দেখাচ্ছেন। দেখা যাচ্ছে সাধারণ অনেক নাগরিকই ডাক্তারদের সহায়তায় নানাবিধ খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যাচ্ছেন। অন্য দিকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে তিনি বসবেন না।
খেলা
  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে সেমিফাইনালে ভারত। শেষ গ্রুপ ম্যাচে সামনে পাকিস্তান।
  • দাবা অলিম্পিয়াডে দাপট প্রজ্ঞা, বৈশালীদের। প্রথম রাউন্ডে দাপটে জিতলেন ভারতের পুরুষ ও মহিলা দল। পুরুষদের বিভাগে প্রজ্ঞানন্দরা ৪-০ ফলে হারায় মরক্কোকে। পাশাপাশি মেয়েরা জয় পায় জামাইকার বিরুদ্ধে।
বিবিধ
  • ভুয়ো ও অবাঞ্ছিত কলের অভিযোগে এক কোটিরও বেশি ফোন নম্বর বাতিল করল টেলিকম দফতর (ডট) এবং টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। গত ১৫ মাস ধরে অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। উল্লেখ্য, ২০২৩ সালে মে মাসে চালু হয়েছিল সঞ্চারসাথি পোর্টাল। তা খতিয়ে দেখে ২.২৭ লক্ষ মোবাইল নম্বর বাতিল করা হয়েছিল। ভুয়ো কল এবং আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহার হত নম্বরগুলি।
  • শেয়ার বাজারে এই প্রথম ৮৩ হাজার ছুঁয়ে ফেলল সেনসেক্স। নজিরবিহীন। নজির গড়েছে নিফটিও। ৪৭০.৪৫ পয়েন্ট উঠে প্রথম বার পৌঁছেছে ২৫,৩৮৮.৯০-এ। এ দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে ৭৬৯৫ কোটি টাকা ঢেলেছে। বিশ্বজুড়ে সব বাজারই চাঙ্গা। বিশ্ব বাজারে তেলের দাম কমেছে।
  •  শেষ এক দিনের বিশ্বকাপের সৌজন্যে ভারতীয় অর্থনীতিতে উপার্জিত হয়েছে ১১,৬৬৩ কোটি টাকা। এই তথ্য আইসিসি-র।
  •  না ফেরার দেশে ছন্দা সেন। তিনি দূরদর্শনের প্রথম দিকের সংবাদ পাঠিকা ছিলেন।দীর্ঘদিন আকাশবাণীতেও কাজ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। সমস্যা ছিল চোখেরও। গত এক বছরে বহুবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিগত কয়েক দিন ধরেই তিনি ভর্তি ছিলেন এসএসকেএমে। সেখানেই এদিন প্রয়াত হন তিনি।