আন্তর্জাতিক
- রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪টি আসনে জয়ী হল চিন, পাকিস্তান, নেপাল ও উজবেকিস্তান। ২০২১ সাল থেকে ৩ বছর মেয়াদ এই সদস্য পদের। ভোটে দাঁড়িয়েও পরাস্ত হল সৌদি আরব।
- সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন চিনের রাষ্ট্রপতি শি চিনফিং। সম্প্রতি তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি সফর করেছে। এই ঘটনাকে নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলেই মনে করছে চিন। তাইওয়ানের নিজস্ব মুদ্রা, পতাকা ও সেনাবাহিনী রয়েছে। ১৯৪৯ এর গৃহযুদ্ধের পর থেকে তারা চিনের কর্তৃত্ব অস্বীকার করে এসেছে। কিন্তু চিন তাইওয়ানকে নিজেদের দেশের অংশ বলে মনে করে।
- বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা ১১ লক্ষ অতিক্রম করে গেল (১১০০৬২৮ জন)। সংক্রমিত হয়েছেন ৩৯০৬৬২৯৫ জন।
জাতীয়
- দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে ৬৮০ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুর ঘটনায় গত আড়াই মাসে তা সর্বনিম্ন। মোট প্রাণহানির সংখ্যা ১১১২৬৬ জন। মোট সংক্রমিতের সংখ্যা ৭৩০৭০৯৭। প্রায় ৭ মাস বাদে দেশের বিভিন্ন অংশে সিনেমা হলগুলি খুলে গেল। তবে অধিকাংশ স্থানে দর্শকের উপস্থিতি ছিল নগন্য।
- ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার অভিযোগ তুলল কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। প্রসঙ্গত, এক গ্রাহকের প্রশ্নের উত্তরে ফ্লিপকার্ট জানিয়েছিল, দেশের বাইরে অবস্থিত হওয়ায় নাগাল্যান্ডে পরিষেবা দেওয়া হয় না।
বিবিধ
- আইআইটি খড়গপুরে তিনটি হস্টেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। বিদেশি অধ্যাপক, দেশীয় ছাত্র ও ছাত্রীদের জন্য তৈরি এই হস্টেলগুলি যথাক্রমে এপিজে আবদুল কালাম, অটল বিহারী বাজপেয়ী ও সাবিত্রী ফুলের নামাঙ্কিত।
- ভানু আথাইয়া (৯১) প্রয়াত হলেন। তিনি ভারতের প্রথম অস্কার জয়ী শিল্পী। ফ্যাশন ডিজাইনার হিসাবে শতাধিক ছবিতে তিনি কাজ করেছেন। প্রথম ছবি `সিআইডি’। `লেকিন’ ও `লগান` ছবির জন্য দুবার জাতীয় পুরস্কার জিতেছেন। `গান্ধি` ছবির জন্য ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন। তিনি `দি আর্ট অব কস্টিউম ডিজাইন` নামে একটি বইও লিখেছিলেন।
খেলা
- ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় কিদম্বি শ্রীকান্ত
- বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একটি দলের হয়ে ২০০ ম্যাচ খেলার বিরল নজির স্থাপন করলেন বিরাট কোহলি। এদিন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিংস পাঞ্জাব ইলেভেনের ম্যাচে এই নজির স্থাপন করলেন তিনি।
- ধারাভাষ্যকার ও সাংবাদিক কিশোর ভিমানি (৭৬) প্রয়াত হলেন। এককালে `দ্য স্টেটসম্যান’ পত্রিকার ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি। বেশ কয়েকটি উপন্যাসও লিখেছিলেন তিনি। তাঁর শেষ প্রকাশিত উপন্যাসের নাম `দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান`।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল