কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুন, ২০১৯

560
0
daily current affairs

আন্তর্জাতিক

  • জ্বালানিবাহী জাহাজে ফের সশস্ত্র হামলার ঘটনা ঘটল উপসাগরে। এদিন প্রথমে ইরানের বন্দরে জাসক থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে নরওয়ের ‘ফ্রন্ট অল্টেয়ার’ জাহাজে টর্পেডো হামলা চালানো হয়। কাতার থেকে তাইওয়ান যাচ্ছিল জাহাজটি। এরপর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের ‘কেকুবা কারেজাম’ জাহাজেও হামলা চালানো হয়। সৌদি আরব থেকে সিঙ্গাপুর যাচ্ছিল সেটি। ইরানের উদ্ধারকারী দল দুটি জাহাজের থেকে ৪৪ জন নাবিকের প্রত্যেককেই উদ্ধারের সংবাদ জানিয়েছেন। কারা এই ঘটনার পিছনে তা জানা যায়নি। মাসখানেক আগে পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র অভিমুখী সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল।
  • মেক্সিকোর রাষ্ট্রপতির জন্য ২১.৮ কোটি মার্কিন ডলারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান কেনা হয়েছিল। সেই বিমান বিক্রি করে শরণার্থীদের আটকানোর ব্যবস্থা করা হবে বলে জানালেন মেক্সিকার নয়া রাষ্ট্রপতি ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।

জাতীয়

  • সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (এসসিও)-র সম্মেলনে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরঘিজস্তানের রাজধানী বিশ্‌কেকে সম্মেলনের অবসরে তাঁর সঙ্গে বৈঠক হল চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের।
  • ২০৩০ সালের মধ্যে মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনা জানাল ইসরো। ২০২২ সালে গগনযান প্রকল্পে মহাকাশে নভশ্চর পাঠানো, ২০২৫-২৭ সালে সাধারণ মানুষকেও মহাকাশে পাঠানোর পরিকল্পনা জানানো হল।

বিবিধ

  • ইএসআই প্রকল্পে স্বাস্থ্যবিমায় কর্মী এবং শিল্প সংস্থা উভয়ের অংশীদারিই হ্রাস পেল। কর্মীদের বেতনের ১.৭৫ শতাংশের পরিবর্তে ০.৭৫ শতাংশ এবং সংস্থার ক্ষেত্রে ৪.৭৫ শতাংশের বদলে ৩.২৫ শতাংশ দিতে হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। জুলাই মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ৩.৬ কোটি কর্মী এবং ১২.৮৫ লক্ষ সংস্থা এই প্রকল্পে যুক্ত। সর্বশেষ অর্থবর্ষে এই প্রকল্পে জমা পড়েছে ২২.২৭৯ কোটি টাকা। ১০ জন বা তার বেশি লোক কাজ করেন এমন সংস্থা এবং ২১০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনের কর্মীরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে। অংশীদারি কমালেও স্বাস্থ্য বিমায় পাওয়া সুবিধা একই থাকবে বলে জানানো হয়েছে।

খেলা

  • বৃষ্টিতে বাতিল হল ভারত–নিউজিল্যান্ড ম্যাচ। এই নিয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ প্রতিযোগিতায় চতুর্থ ম্যাচ এভাবে পণ্ড হল। গ্রুপ লিগের খেলায় কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি।
  • ২০ বছর পর মেয়েদের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে হারল ব্রাজিল। এদিন অস্ট্রেলিয়া ৩-২ গোলে তাদের পরাস্ত করল। শেষবার ১৯৯৫ সালে মেয়েদের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে হারিয়েছিল জাপান।
  • ব্যাডমিন্টন খেলা থেকে অবসর নিলেন লি চং উই। মালয়েশিয়ার এই ব্যাডমিন্টন তারকা এক সময় একটানা ৩৪৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর র‍্যাঙ্কিং ধরে রেখেছিলেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী লি-র পেশাদার কেরিয়ার ১৯ বছরের।