কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ফেব্রুয়ারি ২০২১

687
0
Sports
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ৫ জনকে মৃত্যুদণ্ড ও এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাংলাদেশের সন্ত্রাসবিরোধী বিশেষ আপিল আদালত। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার `অমর একুশে’ বইমেলা থেকে ফেরার পথে খুন হন অধ্যাপক অজয় রায়ের পুত্র ব্লগলেখক অভিজিৎ। মামলাকারীরা সকলেই আনসার আলি ইসলাম জঙ্গিগোষ্ঠীর সদস্য। তাদের ২ জন পলাতক। স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য আক্রান্ত হয়েছিলেন অভিজিৎ। প্রসঙ্গত, গত কয়েক বছরে বাংলাদেশে এক ডজনেরও বেশি মুক্তমনা ব্লগারের হত্যার পিছনে এই জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।
  • আফগানিস্তান সীমান্তে `আতাতুর্ক ২০২১’ নামে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ও তুরস্ক। এই মহড়ার লক্ষ্য সন্ত্রাসবাদের মোকাবিলা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি কার্যত পাকিস্তানের সন্ত্রাসবিরেধী সন্ত্রাসকেই পুষ্ট করতে পারে।
জাতীয়
  • মধ্যপ্রদেশের সীধী জেলার পাটনা গ্রামে বানগঙ্গা বাঁধের একটি খালে একটি যাত্রীবাহী বাস উল্টে ৪৭ জনের মৃত্যু হল। বাসটি খালের ৩০ ফুট গভীরে ডুবে গিয়েছিল।
  • প্যাংগং হ্রদের উভয় প্রান্ত থেকেই চিন তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
বিবিধ
  • চতুর্থ সমাবর্তন উৎসব পালন করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সমাবর্তন মঞ্চে উপস্থিত ছিলন ১৯৭৬ সালে রসায়নে নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী রোল্ড হফম্যান এবং ১৯৯৭ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারজয়ী ক্লড কোহেন তানোদজি।
খেলা 
  • চেন্নাইয়ের পি এ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে পরাস্ত করল ভারত। এর ফলে সিরিজ ১-১ হল। এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৬৪ রানে। এই ম্যাচেই অভিষেক হল বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের। দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে ৫টি উইকেট পেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে এবং শতরান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন রবিচন্দ্রন অশ্বিন।
  • আইএসএল প্রতিযোগিতায় হায়দরাবাদ এফসি ৪-০ গোলে হারাল কেরল ব্লাস্টার্সকে। পয়েন্টের বিচারে বর্তমানে প্রথম তিনটি দল হল মোহনবাগান, মুম্বই এবং হায়দরাবাদ।
  • আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা লিয়োপোন্দো লুক (৭১) প্রয়াত হলেন। ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল