কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ফেব্রুয়ারি ২০২১

schedule
2021-02-22 | 10:26h
update
2021-02-22 | 10:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: abc.net

আন্তর্জাতিক
  • মালালা ইউসাফজাইকে হত্যায় এবার আর ভুল হবে না বলে হুমকি দিল তালিবান সন্ত্রাসবাদী এহসানুল্লা এহসান। ২০১২ সালে এই জঙ্গিই মালালাকে হত্যার চেষ্টা করেছিল। এহসান কীভাবে সরকারের হেফাজত থেকে পালাতে পারল সেই প্রশ্ন তুললেন মালালা।
  • অস্ট্রেলিয়া সংক্রান্ত খবর শেয়ার বন্ধ রাখল ফেসবুক। স্বাস্থ্য সহ সরকারি জরুরি পরিষেবার খবরও ছিল এই উদ্যোগের অধীনে। পরে অবশ্য তা চালু করা হয়। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার খবর দেখানোর জন্য সেখানকার কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। সম্প্রতি এই আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার। গুগল তা মেনে নিলেও ফেসবুক তা মানেনি।
  • ভারতের উমা রাও মোনারি রাষ্ট্রসঙ্ঘের অন্তর্গত ইউএনডিপির আন্ডার জেনারেল এবং অ্যাসোশিয়েট অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হলেন।
Advertisement

জাতীয়
  • ভারত-প্রশান্ত মহাসাগরীয়  অঞ্চল, উষ্ণায়ন ও কোভিড পরিস্থিতি নিয়ে অনলাইন বৈঠক করলেন কোয়াড (ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান) বা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ।
  • দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমে হয়েছে ১,৩৭,৩৪২। মোট সংক্রমিত হয়েছেন ১,০৯,৫০,২০১ জন।মোট প্রাণহানির সংখ্যা ১,৫৬,০১৪ । প্রতিষেধক নিয়েছেন ৯৮.৪৬ লক্ষ জন। এদিকে মহারাষ্ট্রে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। সেখানকার অমরাবতী ও যবতমাল জেলায় লক ডাউন ঘোষণা করা হয়েছে।
  • প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা ক্যাপ্টেন সতীশ শর্মা।
বিবিধ
  • নির্বিঘ্নে মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসা প্রেরিত রোভার `পার্সিভিয়ারেন্স’। ৭ মাসে ৪৭০০ লক্ষ কিমি পথ পাড়ি দিয়েছে এই যান। মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তার অনুসন্ধান করবে ৬ চাকা বিশিষ্ট রোভারটি। মঙ্গলের পাথর ও মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে সেটি ২০৩০ সালে।

 

খেলা
  • অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকা ৬-৩, ৬-৪ ফলে হারিয়ে দিলেন সেরেনা উইলিয়ামসকে। ফলে এবারও মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করা হল না সেরেনার। সেরেনা শেষবার এই মেলবোর্নেই ২০১৭ সালে কোনও গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন। ১৮ বছরে প্রথমবার অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন সেরেনা।
  • আইপিএল নিলামে সবথেকে বেশি দর পাওয়ার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।রাজস্থান রয়্যালস তাঁকে নিল ১৬.২৫ কোটি টাকায়।
  • টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত হলেন সেইকো হাসিমোতো।

 

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 15:04:35
Privacy-Data & cookie usage: