কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ফেব্রুয়ারি ২০২১

558
0
Metro
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • চিনের ব্লগার তথা প্রাক্তন সাংবাদিক ছিউ সিসিংকে গ্রেপ্তার করল সে দেশের নিরাপত্তা সংস্থা। লাদাখের গলওয়ান উপত্যকায় নিহত চিনা সেনার সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে সোস্যাল মিডিয়ায় তিনি সংশয় প্রকাশ করেছিলেন। সিসিংকে গ্রেপ্তার করা হল অশান্তি ছড়ানোর অভিযোগে।
  • কঠোর লকডাউন বিধি আপাতত শিথিল করার ইঙ্গিত দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ৮ মার্চ থেকে স্কুলগুলি খুলে দেওয়া হবে। ২৯ মার্চ থেকে বাড়ির বাইরে ৬ জন দেখা করতে পারবেন। এদিকে বিশ্বে করোনা মহামারী মানবাধিকার ও স্বাধীনতার লড়াইকে কয়েক যুগ পিছিয়ে দিল বলে আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বিভিন্ন মানবাধিকার সংস্থার সমীক্ষা উদ্ধৃত করে জানিয়েছেন, করোনাপর্বে অন্তত ৮৩টি দেশে বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে।

জাতীয়
  • দেশে পুনরায় কোভিড সংক্রমিতের সংখ্যা দেড় লক্ষ অতিক্রম করে গেল। ১৭ দিন পরে পুনরায় এই সংখ্যা দেড় লক্ষের গণ্ডি অতিক্রম করল। দেশে নতুন করে যতজন সংক্রমিত হয়েছেন তার ৭৩ শতাংশই মহারাষ্ট্র ও কেরলের বাসিন্দা।
  • মুম্বইয়ের একটি হোটেল থেকে উদ্ধার হল সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। ডেলকর দীর্ঘদিন ছিলেন দায়রা ও নগর হাভেলির কংগ্রেস সভাপতি। তবে গত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন।
  • মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ জুগনাউথের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।   মরিশাসকে ১ লক্ষ কোভিড টিকা দিল ভারত।

বিবিধ
  • নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর গতিপথ দাঁড়াল ৩১.৫ কিমি। ২৬টি স্টেশনে থেমে এই পথ অতিক্রম করতে সময় লাগবে ৬২ মিনিট। নতুন পথ সম্প্রসারণে ৪৬৪ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০১০ সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। এদিন প্রধানমন্ত্রী আজিমগঞ্জ-খাগরাঘাট রোডে দ্বিতীয় লাইন, ডানকুনি-বারুইপাড়ায় চতুর্থ লাইন, রসুলপুর মগরার মধ্যে তৃতীয় লাইন এবং কলাইকুণ্ডা-ঝাড়গ্রাম তৃতীয় লাইনেরও উদ্বোধন করলেন।

 

খেলা
  • মন্টেনেগ্রোতে আয়োজিত অ্যাডিয়াট্রিক পার্ল বক্সিং প্রতিযোগিতায় শীর্ষ স্থান পেল ভারতের মেয়েরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উজবেকিস্তান ও চেকপ্রজাতন্ত্র। ভারত ৫টি সোনা, ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিযাগিতার শ্রেষ্ঠ মহিলা বক্সারের পুরস্কারও জিতলেন ভারতের ভিনকা। পুরুষ দল জিতেছে ২টি পদক। পুরুষ ও মহিলা দল মিলিয়ে ভারতের পদক ১২, স্থান দ্বিতীয়।
  • আইএসএল–এর ম্যাচে এটিকে মোহনবাগান ড্র করল। হায়দরাবাদ এফসি-র সঙ্গে (২-২)।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল