কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২৩

315
0
Current Affairs 13rd July

আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক দুনিয়ার উদ্বেগ বাড়িয়ে পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। কঠিন জ্বালানি নির্ভর এই ক্ষেপণাস্ত্রটির নাম হসং ১৮। সেটি জাপানের কাছে মহাসমুদ্রে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া এবং জাপান এই পরীক্ষামূলক উৎক্ষেপণের উদ্বেগ প্রকাশ করেছে। উৎক্ষেপণ দৃশ্যের যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনকে হাততালি দিতে দেখা গেছে।
  • বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। এমন অবস্থায় পাকিস্তানকে তিনশ কোটি ডলার ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার।
জাতীয়
  • ফ্রান্স সফরে প্যারিস পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। পরে এলিজাবেথের সঙ্গে বৈঠক হয় তাঁর। এ বছর ১৪ জুলাই বাস্তিল দিবসে ফ্রান্স প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। এই সফরেই ২৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ভারতের ৯০ হাজার কোটি টাকার চুক্তি হওয়ার কথা। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের মধ্যেই প্যারিসের কাছে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভারতের মনিপুরে হিংসাত্মক ঘটনার জন্য ভারতের কড়া নিন্দা করে একটি প্রস্তাব পেশ করেছে। সেখানে ভারতের সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণ অসহিষ্ণু আচরণের নিন্দা করা হয়েছে।
খেলা
  • বিশ্বরেকর্ড করলেন ভারতের সুমিত আন্টিল। তিনি প্যারিসে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এফ ৬৪ জ্যাভলিন বিভাগে  ৭০.৮৩ মিটার বর্ষা ছুঁড়ে সোনার পদক জেতার পাশাপাশি নতুন রেকর্ড করলেন। সুমিত অবশ্য ভাঙলেন টোকিও প্যারা অলিম্পিকে নিজেরই করা বিশ্বরেকর্ড ।
  • অভিষেক টেস্টে শতরান করলেন ভারতের যশস্বী জয়সওয়াল। ডাবলিন টেস্টে এদিন তিনি ১৪৩ রান করে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন রোহিত শর্মা এবং পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ দুই উইকেটে ৩০৮ রান। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও শতরান করলেন।
  • পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান হারে পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল আই সি সি এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিল।
  • বাংলাদেশের বিরুদ্ধে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত।
বিবিধ
  • এক বছর আগে কাজ শুরু করেছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপ মহাকাশের বহু বিরল ও দুষ্প্রাপ্য ছবি তুলেছে। এই টেলিস্কোপের বর্ষপূর্তিতে নক্ষত্রের জন্মের একটি ছবি প্রকাশ করল নাসা।
  • দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ডিজিটাল মুদ্রা ই – রুপি কে ইউপিআই-এ যুক্ত করল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক এইচডিএফসি। পরীক্ষামূলকভাবে গত নভেম্বরে ই – রুপির প্রচলন করেছিল ভারতের রিজার্ভ ব্যাংক। এখন ১৩ টি ব্যাংক নিজেদের মধ্যে এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে। সাধারণ নাগরিকদের জন্য ই – রুপির প্রচলন প্রথম করল এইচডিএফসি।