কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর ২০২৩

325
0
Current Affairs 13th December

আন্তর্জাতিক
  • গাজায় সংঘর্ষ বিরতির প্রস্তাব পাস হলো রাষ্ট্রসঙ্ঘের মহাসভায়। রাষ্ট্রসঙ্ঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৩ সদস্য দেশ এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন করেছে। ৩২টি দেশ ভোট দানে বিরত ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরাইল সহ আটটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। এদিকে গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। জখম হয়েছেন ৫০৫৯৪ জন। এদিন সেখানে  ১৯৬ জন নিহত হয়েছেন ইজরাইলের হামলায়।
  • গোপন কূটনৈতিক তথ্য ফাঁস এর অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেসির বিরুদ্ধে। পাক দূতাবাসের পাঠানো একটি গোপন কেবল তাঁরা সংবাদমাধ্যমে ফাঁস করে দেন বলে অভিযোগ করা হয়েছে রাওয়াল পিন্ডির বিশেষ আদালতে। এটি ইমরানের বিরুদ্ধে তথ্য ফাঁসের দ্বিতীয় মামলা। পাকিস্তানের আইনে এই মামলায় ১৪ বছরের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে।
  • শ্রীলঙ্কাকে ৩৩৩৭ লক্ষ ডলার অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার।
 জাতীয়
  • ২০০১ সালে ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ঠ সন্ত্রাসবাদীরা। এদিন সংসদ ভবনে হামলা চালানোর হুমকি দিয়েছিল খালিস্থানপন্থীরা। আর এদিনই খোদ লোকসভায় ঢুকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলো দুজন। তারা দর্শক হিসেবে লোকসভায় প্রবেশ করেছিল। তখন সংসদে জিরো আওয়ারের শেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। যে দুজন এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম ডি মনোরঞ্জন এবং সাগর শর্মা। কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা-এর দেওয়া পাস নিয়ে সংসদের দর্শক আসনে প্রবেশ করেছিলেন ওই দুই ব্যক্তি।
  • ভূপালের লাল প্যারেড গ্রাউন্ডে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব। অন্যদিকে এদিন রায়পুরে ছত্রিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিষ্ণু দেও সাই।
খেলা
  • দক্ষিণ ভারতের ডার্বিতে জয়ী হলো চেন্নাই। আই এস এল-এ বেঙ্গালুরু এফসি-কে ২-০ ব্যবধানে পরাজিত করল চেন্নাইয়ান এফসি। ১০ ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ ১২ পয়েন্ট।
  • চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ওঠা হলো না ম্যানচেস্টার ইউনাইটেড-এর। এদিন তারা বায়ার্ন মিউনিখ-এর কাছে ০-১ গোলে পরাজিত হল।
বিবিধ
  • দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ ২৮’ সমাপ্ত হয়েছে আগেই। এবার সেখানে চূড়ান্ত চুক্তিপত্রের খসড়া প্রকাশিত হলো। বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারের জন্য উদ্যোগী হতে হবে দেশগুলিকে। পৃথিবীর স্বার্থে তাপমাত্রা বৃদ্ধির হার এক ১.৫ ডিগ্রির মধ্যে বেঁধে রাখতে সচেষ্ট হতে হবে। জলবায়ু নিয়ে এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল বিশ্বের ২০০ টি দেশ। সেখান থেকে আহ্বান জানানো হয়েছে, ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ  শূন্যে নামিয়ে আনা হবে।
  • টাকার দাম নেমে গেল রেকর্ড তলানিতে। এদিন একটা সময় এক ডলারের নিরিখে টাকার দাম হয় ৮৩.৪১ টাকা প্রতি ডলার। আগে কখনো এত নামেনি টাকার দাম।