কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ফেব্রুয়ারি ২০২৪

282
0
Current Affairs 13th February

আন্তর্জাতিক
  • থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওায়াত্রা প্যারোলে মুক্তি পেলেন। এই বিতর্কিত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ধনকুবের দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন দেশের বাইরে। এখন তাঁর বয়স ৭৪ বছর। কিছু দিন আগে আগে তিনি থাইল্যান্ডে ফেরেন। বিচারে তাঁর আট বছরের কারাদণ্ড হয়। গত ছ’মাস কারাবন্দি থাকার কথা থাকলেও তিনি হাসপাতালে কাটিয়েছেন। এখন তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার ঘোষণা করল থাইল্যান্ডের বর্তমান সরকার।
  • পাকিস্তানের জোট সরকার গঠন নিয়ে আলোচনায় নতুন শর্ত দিলেন পিপিপি নেতা বিলাবল ভুট্টো।  তিনি নিজে প্রধানমন্ত্রী পদের দাবি থেকে সরে এলেন কিন্তু তাঁর বাবা আসিফ আলি জারদারিকে রাষ্ট্রপতি করার শর্ত রাখলেন। প্রসঙ্গত, পিপিপি এখন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের সঙ্গে জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।
জাতীয়
  •  সংযুক্ত আরব আমিরশাহি  সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৮ বছরে এটি তাঁর পঞ্চম বার সংযুক্ত আরব আমিরশাহি সফর। এদিন আবু  ধাবিতে তাঁকে স্বাগত জানান সে দেশের রাষ্ট্রপতি শেখ   মহম্মদ বিন জায়েদ আল নাহান। তাঁকে  ‘আমার ভাই’ বলে একাধিকবার সম্বোধন করেন মোদী ।প্রসঙ্গত, গত মাসে আমেদাবাদে রোড শো করেছিলেন আল নাহান। গত সাত মাসে এই দুই রাষ্ট্রনেতার এটি পঞ্চম বার সাক্ষাৎ। এদিন দু’দেশের মধ্যে আটটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হলো।
  • সপ্তদশ লোকসভার প্রতিটি অধিবেশনে উপস্থিত ছিলেন এমন সাংসদ হলেন দুজন। তাঁরা হলেন ছত্তিশগড়ের কাঁকের সাংসদ মোহন মান্দবী এবং উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ ভগীরথ চৌধুরী। ২৭৪ দিন অধিবেশনের একটিতেও অনুপস্থিত থাকেননি তাঁরা । সংসদে বিভিন্ন আলোচনায় সবথেকে বেশি বার (১১৯৪) অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের হামিরপুরের সাংসদ পুষ্পেন্দ্র সিং চান্দেল। অন্যদিকে পাঁচ বছরে একটি আলোচনাতেও অংশ নেননি চলচ্চিত্র থেকে যাওয়া দুজন সাংসদ এবং সানি দেওল এবং শত্রুঘ্ন সিনহা।
খেলা
  • জানুয়ারি মাসে আইসিসি’র শ্রেষ্ঠ ক্রিকেটারের পুরস্কার পেলেন সামার জোসেফ। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার আইসিসি’র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন।
  • ভারতের সবথেকে প্রবীণ ক্রিকেটার  দত্তাজিরাও গায়কোয়ার প্রয়াত হলেন। তিনি অংশুমান গায়কোয়ারের বাবা। দেশের হয়ে তিনি ১১ টি টেস্ট খেলেছিলেন। ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরের সময় তিনি ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
  • আইএসএল প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গল মুম্বাই এর কাছে ০-১ গোলে হেরে গেল।
বিবিধ
  • ভারতের শেয়ারবাজারে নথিভুক্ত প্রথম সংস্থা হিসাবে একটি রেকর্ড করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এদিন তাদের শেয়ার মূল্য স্পর্শ করল কুড়ি লক্ষ কোটি টাকা।
  • প্রথম সমলিঙ্গ বিবাহের নজির স্থাপিত হল নেপালে। ২০০৭ সালে নেপালের সুপ্রিম কোর্ট এই ধরনের বিয়েকে আইনি স্বীকৃতি দিলেও এতদিন তেমন কোন ঘটনা সামনে আসেনি। এদিন অঞ্জু দেবী শ্রেষ্ঠ এবং সুপ্রিয়া গুরুং নামে দুজন মহিলা বিবাহ নথিভুক্ত করলেন। এই বিয়ের রেজিস্ট্রারের নাম দীপক নেপাল।
  • আগামী ১৯ ফেব্রুয়ারি ‘ব্রিটিশ একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস’ (বাফটা) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন মুম্বইয়ের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।