গাজায় যুদ্ধের ১০০ দিন পূর্ণ হয়ে গেল। এদিনও গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গাজা ভূখণ্ডে মৃত্যু হয়েছে ২৩৮৪৩ জনের। জখম ৬০৩১৭ জন। ৭ অক্টোবর প্রথম ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। এখন ইজরায়েলের ১২৮ জনকে ফোনবন্দী করে রেখেছে হামাস। ইতিমধ্যেই এগের আন্তর্জাতিক আদালতে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা তবে ইজরাইলের দাবি তারা আত্মরক্ষায় হামলা চালাচ্ছে।
তাইওয়ানে সাধারণ নির্বাচনে পুনরায় জয়লাভ করলো শাসক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। এই দল বরাবরই চিনের বিরোধিতা করে এসেছে। এই নির্বাচনের ফলাফল প্রকাশে চিনে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
২০১৮ সালে ইজরায়েলের বিরুদ্ধে জল ভরা মেঘ চুরির অভিযোগ এনেছিল ইরান। এবার তারা তুরস্কের বিরুদ্ধে একই অভিযোগ করল। পাশাপাশি দুটি দেশে এক জায়গায় খরা অন্য জায়গায় সবুজের আস্তরণ কিভাবে সম্ভব, সে প্রশ্ন তুলেছে তারা।
জাতীয়
পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর দুর্গম অঞ্চল দিয়ে ভারতে জঙ্গি প্রবেশ করায় পাকিস্তান। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রাজৌরী এবং পুঞ্চ সেক্টরে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয়েছেন কুড়িজন সেনাকর্মী। এবার তাই পীরপাঞ্জালে অভিযান শুরুর সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ অপারেশন সর্বশক্তি’। সেনাবাহিনীর চিনার কোর এবং হোয়াইট কোর-এর সদস্যরা এই অভিযান চালাবে। কুড়ি বছর আগে ২০০৩ সালেও ওই অঞ্চলে সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। তার নাম ‘অপারেশন সর্পবিনাশ’।
পাক অধিকৃত কাশ্মীর সফর করেছেন ইসলামাবাদের ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট। এই ঘটনাকে ‘অত্যন্ত আপত্তিকর’ বলে মন্তব্য করল ভারত।
খেলা
ফুটবলে এএফসি এশিয়ান কাপ কাপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরে গেল ভারত। ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়ার ক্রম ২৫। সেখানে ভারত তাদের থেকে অনেক পিছিয়ে।
মেয়েদের হকিতে প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জনের লড়াইতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ০-১ গোলে হেরে গেল। পুল ‘বি’র প্রথম ম্যাচেই হার মানলো ভারত। যোগ্যতা অর্জনে আটটি দলের মধ্যে তিনটি দল হকিতে অলিম্পিক খেলার সুযোগ পাবে।
মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন সিরিজ ১০০০ প্রতিযোগিতার ছেলেদের ডাবলসে ফাইনালে উঠলেন সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। এই প্রথম কোন ভারতীয় জুটি এই প্রতিযোগিতার ফাইনালে উঠলো।
বিবিধ
১৫০ বছর পূর্ণ করল ভারতের আবহাওয়া দপ্তর। এই উপলক্ষে ১৫ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংগীতশিল্পী, শিক্ষক, গবেষক, গ্রন্থকার প্রভা আত্রে প্রয়াত হলেন। ৯১ বছর বয়স হয়েছিল তাঁর । শাস্ত্রীয় সংগীতে তাঁর অবদান অবিস্মরণীয়। বিশেষত খেয়াল, দাদরা এবং ঠুংরিতে তিনি নিজস্বতার ছাপ রেখেছেন। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন।
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ২০২২ সালে বিয়ে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা স্থগিত রেখেছিলেন তিনি। এক বছর আগে রাজনীতি থেকে অবসর নেন জেসিন্ডা। এদিন তিনি ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করলেন।