কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২৪

134
0
Current Affairs 13th July

আন্তর্জাতিক
  • প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী তথা গাজার অন্যতম নিয়ন্ত্রণকারী হামাসের সেনাপ্রধান মহম্মদ দেফ-কে নিশানা করে হামলা চালালো ইজরায়েলি বায়ুসেনা। এই হামলায় দেফ নিহত হয়েছেন কিনা জানা না গেলেও ৯০ জন প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন, ২৭০ জন জখম হয়েছেন।  অতীতে  বার সাতেক দেফকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছে দেফের নাম। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার অন্যতম মূল চক্রীও ছিলেন তিনি।
জাতীয়
  • সংবাদ শিরোনামে রাজিব নারায়ণ গিরি। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা এই যুবক। গত এক মাসে তিনি সাত বার সাপের কামড় খেয়েছেন বলে দাবি। ২ জুন ৭ জুলাই সময়ের মধ্যে একই সাপ তাকে প্রায় প্রতি সপ্তায় নিয়ম করে কামড়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি বাড়ি থেকে দূরে মাসির বাড়িতে গিয়ে থাকলেও নাকি সাপের কামড় থেকে রক্ষা পাননি তিনি।
  • দেশের প্রথম রডোডেনড্রন উদ্যান তৈরি হল উত্তরাখণ্ডের নৈনিতালে। ৩৫ প্রজাতির রডোডেনড্রন রাখা হবে সেখানে।
খেলা
  • এমরসুমের প্রথম ডার্বিতে জয় পেল লাল হলুদ। এদিন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে।
  • উইম্বলডন মেয়েদের সিঙ্গেলস এ চ্যাম্পিয়ন হলেন বার্বরা ক্রেচিকোভা। এটাই তাঁর প্রথমবার উইম্বলডন ট্রফি জয়। ঘটনাচক্রে গত আট বছরে উইম্বলডন মেয়েদের সিঙ্গেলসে আলাদা আটজন মহিলা চ্যাম্পিয়ন হলেন। এর আগে তিনবার উইম্বলডন প্রতিযোগিতায় খেলতে নেমে তিনি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তিনি ফাইনালে ৬-২,২-৬,৬-৪ সেটে হারালেন ইতালির জেসমিন পাওলিনিকে ইতালির প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন পাওলিনি।
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জয়ী হল ১০ উইকেটে। এর ফলে সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয়ী হলো।
বিবিধ
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’ অ্যাকাউন্টের ওপর থেকে অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানাল মেটা। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলসে ট্রাম্পের সমর্থকদের হামলার পরে ওই দুই অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
  • চলতি বছরের এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। যা বিগত আর্থিক বছরে এই সময়সীমায় সংগৃহীত করের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি। বিগত আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে মোট প্রত্যক্ষ কর আদায়ের অঙ্ক ছিল ৪ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস প্রকশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। মোট প্রত্যক্ষ কর আদায়ের মধ্যে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা ও ব্যক্তিগত আয়কর সংগ্রহ ৩ লক্ষ৪৬ হাজার কোটি টাকা।