কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুন ২০২৩

379
0
Current Affairs 13th June

আন্তর্জাতিক
  • বারানসীতে তিন দিনের জি ২০ সম্মেলন সমাপ্ত হলো। জি ২০  গোষ্ঠীভুক্ত দেশগুলির উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের এই সম্মেলনে শেষ পর্যন্ত কোন যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। এর আগে ভারতে বেঙ্গালুরুতে জি কুড়ি গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের এবং নয়া দিল্লিতে জি কুড়ি গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলন আয়োজিত হয়েছিল। সেখানেও যৌথ বিবৃতি প্রকাশ করার জন্য ঐকমত্যে পৌঁছতে পারেনি সদস্য দেশগুলি। মূলত একটি কারণেই এই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তা হলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে চরম নিন্দার প্রস্তাবনা। চিন, রাশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং ভারত এই বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার পক্ষপাতী ছিল। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে বালিতেও একই কারণে কোন যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফেডারেল আদালতে উপস্থিত হয়ে গোপন নথিচুরির দায়ে অভিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। প্রসঙ্গত, এই প্রথম কোন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফেডারেল আইনে অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের দাবি, ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হতে চান শুনে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
জাতীয়
  • ভূপালের আরিয়া হিলশে মধ্যপ্রদেশ সরকারের সচিবালয় সাতপুরা ভবনে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হলো। এই অগ্নিকাণ্ডে প্রায় বারো হাজার সরকারি ফাইল পুড়ে গিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রণালয়ের কাজ হয় দুটি বাড়িতে, যথা সাতপুরা ভবন ও বিন্ধ্যাচল ভবন।
  • রোজগার মেলা থেকে ৭০ হাজার জনকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হল। এর মধ্যে রেলে নিয়োগ পেয়েছেন ২৮৩১২ জন।
  • বিহারে নীতীশ কুমার নেতৃত্বাধীন মহাজোট সরকার থেকে বেরিয়ে এলো হিন্দুস্থানী আওয়াম মোর্চা (হাম) দল। দলের সভাপতি সন্তোষ সুমন। তিনি জানিয়েছেন নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য তাদের জোট সরকার থেকে সরে আসতে হলো। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির প্রতিষ্ঠা করা হাম দলের বিধায়ক সংখ্যা চারজন। ফলে তাদের সরে আসায় নীতীশ সরকারের সংখ্যাগরিষ্ঠতা কমবে না।
  • আরব সাগরে সৃষ্টি হওয়া সাইক্লোন ‘বিপর্যয়’ গুজরাত উপকূলে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত গুজরাটের কচ্ছ, দ্বারকা ও জামনগর জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকা থেকে ২১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, পাকিস্তানের করাচিতে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে।
 খেলা
  • ইন্দোনেশিয়া ওপেন ওয়ার্ল্ড ট্যুর ব্যাডমিন্টন প্রতিযোগিতার মেয়েদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে জয় পেলেন ভারতের শাটলার পিভি সিন্ধু। এর আগে থাইল্যান্ড ওপেন এবং সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হার মেনেছিলেন তিনি। এই প্রতিযোগিতার অন্য ম্যাচে পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভারতের এইচ এস প্রনয়ও।
  • ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আর খেলতে দেখা যাবে না কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে। চিনে আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেসি নিজেই একথা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল।
  • জাতীয় অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন গুর্বচন সিং রানধাওয়া। ১৯৬২ সালের এশিয়ান গেমস ডেকাথলনে সোনা জয়ী অ্যাথলিট তিনি। এখন বয়স ৮৪ বছর। গত ১৮ বছর ধরে তিনি এই পদে ছিলেন।
 বিবিধ
  • শেয়ার বাজারে নজির গড়ল গাড়ির টায়ার প্রস্তুতকারক সংস্থা এম আর এফ। এদিন তাদের প্রতিটি শেয়ারের দাম এক লক্ষ টাকা পেরিয়ে যায়। এই প্রথম কোনও ভারতীয় সংস্থার একটি শেয়ারের দাম এক লক্ষ টাকার সীমা অতিক্রম করল। একসময় তা হয় সর্বোচ্চ ১ লক্ষ ৪৩৯ টাকা ৯৫ পয়সা। পরে তা কমে হয় ৯৯ হাজার ৯৯২ টাকা ৮৫ পয়সা।
  • নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি জিনিয়া ফুলের ছবি প্রকাশ করল নাসা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অর্থাৎ মহাশূন্যে এই জিনিয়া ফুল ফুটেছে। প্রসঙ্গত, ১৯৭০ সাল থেকেই মহাকাশে চারাগাছ ফলানো নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসা।