কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ ২০২৪

253
0
Current Affairs 13th March

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বর্তমান রাষ্ট্রপতি জোবাইডেন এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। মার্কিন মুলুকে বিগত রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এই দুই প্রার্থীর মধ্যে। সেই হিসেবে পুনরায়একই প্রার্থীদের মধ্যে রি-ম্যাচ দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষবার রাষ্ট্রপতি নির্বাচনে রি-ম্যাচ হয়েছিল ১৯৫৬ সালে। সেবার অ্যাডলাই স্টিভেনসনকে হারিয়ে জয় লাভ করেছিলেন ডুইট ডি আইজেনহাওয়ার। প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বরমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন।
  • রাশিয়ায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এরই মধ্যে একটি রুশ সংবাদপত্রকে সাক্ষাৎকারে বর্তমান রুশ রাষ্ট্রপতিভ্লাদিমির পুতিন জানালেন, ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন এখনও পড়েনি। তবে এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা এখনো খারিজ করেনি রাশিয়া।
  • নেপালে সংসদে প্রধানমন্ত্রী পদে নির্বাচনে আস্থা ভোটের জয়ী হলেন পুষ্প কুমার দহল ওরফে প্রচন্ড।
  • বেসরকারি উদ্যোগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণের প্রক্রিয়া ব্যর্থ হল জাপানে।স্পেস ওয়ান সংস্থার রকেটটি উৎক্ষেপণের পরই বিস্ফোরণে ভেঙে পড়ে জাপানের ওয়াকামার এলাকায়।
জাতীয়
  • হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে আগেই ইস্তাফা দিয়েছিলেন মনোহরলাল খট্টর। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এদিন আস্থা ভোটে জয়ী হলেন নায়েব সিং সাইনি। প্রসঙ্গত, চলতি বছরেই বিধানসভা নির্বাচন হরিয়ানায়। সেখানে ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি।
  • দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড চালু হবে। এদিন এই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
খেলা
  • রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ পঞ্চম দিন পর্যন্তই গড়ালো।মুম্বই-এর বিরুদ্ধে পাঁচ শতাধিক রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে বিদর্ভদ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ২৪৮ রান।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান কেরল ব্লাস্টার্স কে ৪-৩ গোলে হারিয়ে দিল। এর ফলে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে আইএসএল লিগ টেবিলের শীর্ষে চলে এলো সবুজ মেরুন।
  • একটানা আঠাশটি ম্যাচ জয়লাভ করল আল হিলাল। সৌদি আরবের এই দলটি বিশ্ব রেকর্ড করেছে। তারা ২০১৬-১৭ সালে ওয়েলসের ক্লাব নিউ সেন্টসেরএকটানা ২৭ টি ম্যাচ জেতার রেকর্ড ভেঙে দিল।
বিবিধ
  • ভারতেরশেয়ারবাজার সাক্ষী থাকলো বড়সড় পতনের।এদিন শেয়ার সূচক সেনসেক্স ৯০৬ অঙ্ক এবং নিফটি ৩৩৮ অংক হ্রাস পায়। সবমিলিয়ে একদিনে শেয়ার বাজারে ক্ষতি হয়েছে ১৩.৪৭ লক্ষ কোটি টাকার।
  • প্রয়াত হলেন পোলিও পল।তাঁরআসল নাম পল আলেকজান্ডার। মাত্র ছয় বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়েছিলেন পল।মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হাসপাতালে এরপর তাঁকেআয়রন লাং নামে লোহার তৈরি একটি বাক্সের সাহায্যে জীবন দায়ী প্রক্রিয়ার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। টানা ৭২ বছর ধরে এই ব্যবস্থাতেই তিনি বেঁচে থেকেছেন। এরপরে ওই বাক্সের মধ্যেই তিনি লেখাপড়া করেছেন। আইন নিয়ে পড়েছেন, লিখেছেন অনেক বই।প্রতিকূলতার মধ্যে দিয়ে যারা জীবন কাটায় তাদের কাছেজীবন্ত অনুপ্রেরণা ছিলেন পল।