গাজার দক্ষিণে রাফা শহরে অন্তত ৬ লক্ষ শিশুর জীবন ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করল রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী ও ত্রাণ বিষয়ক বিভাগ। একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, গত কয়েকদিনে তিন লক্ষ ষাট হাজারের বেশি মানুষ রাফা ছেড়ে পালিয়েছেন। মধ্য গাজার জাবালিয়া শহর যুদ্ধের জন্য পরিত্যক্ত হয়েছে, কিন্তু সেখানেও শরণার্থীশিবিরগুলিতে ইজরায়েল সেনাবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। হামলা চালানো হচ্ছে হাসপাতাল গুলিতেও এমনিতেই গাজার ৩৬ টি হাসপাতালের মধ্যে সাকুল্যে ১২টি কাজ করছে বলে জানা গেছে।
রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইউক্রেন এর মধ্যে বেল গরদ শহরে একটি আবাসনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই শহরে এই প্রথম এত বড় হামলা চালালো ইউক্রেন। প্রসঙ্গত দু বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তবে সাম্প্রতিককালে উভয়ের মধ্যেই সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এদিনের হামলার ও যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
নেপালে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত রয়েছে। এবার নেপালের পুষ্পকুমার দহল সরকারের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব ইস্তফা দিলেন। তিনি আরো কয়েকটি উল্লেখযোগ্য দপ্তরেরও মন্ত্রী ছিলেন।
জাতীয়
আগামী ১০ বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পেল ভারত। আরব সাগরের বুকে ইরানের এই বন্দরটি হাতে পাওয়ায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান, ইরান, রাশিয়া পর্যন্ত জলপথ পরিবহনে অগ্রাধিকার পাবে ভারত। এই প্রথম বিদেশের কোন সমুদ্র বন্দর পরিচালনার দায়িত্ব পেল ভারত। গুজরাটের কান্দালা বন্দর থেকে এই বন্দরটির দূরত্ব ৫৫০ নটিক্যাল মাইল এবং মুম্বই থেকে দূরত্ব ৭৮৬ নটিক্যাল মাইল। ইন্ডিয়া পোর্টস গ্লোবাল এই কাজ সম্পাদন করবে। এছাড়াও বঙ্গোপসাগরের বুকে মায়ানমারের সিটওয়ে বন্দর পরিচালনা করবে ভারত।
দৈত্যাকার হোর্ডিং। রাস্তার ধারে সেই হোর্ডিং ভেঙে পড়ে মৃত্যু হল আটজনের। মুম্বইয়ে ঘাটকোপারে মরশুমের প্রথম ঝড় বৃষ্টিতেই এই ঘটনা ঘটল।
সিবিএসি দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ হল। দশম শ্রেণীতে পাশের হার ৯৩.৬০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। দশম শ্রেণীতে পরীক্ষার্থী ছিলেন ২২ লক্ষ ৩৮ হাজার ৮২৭ জন এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থী ছিলেন ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ জন। দুটি ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে গেছে মেয়েরা।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশে ভোট করল ৬৭.২৫ শতাংশ। এদিন দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ টি আসনে ভোট গ্রহণ করা হলো। লোকসভায় মোট ৫৪৩ আসনের মধ্যে চতুর্থ দফা পর্যন্ত ৩৭৯ টি তে ভোট নেওয়া হয়েছে। ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর এদিন প্রথমবার ভোট নেওয়া হল জম্মু ও কাশ্মীরে, তবে সেখানে ভোটের হার ছিল কম, ৩৭ শতাংশ।
খেলা
একটানা ৫০ টি ম্যাচ অপরাজেয় থেকে নতুন রেকর্ড স্থাপন করল বেয়ার লিভারকুসেন। এই জার্মান ক্লাবটি ইতিমধ্যেই একটানা সবথেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্থাপন করেছে।
পিএসজির হয়ে শেষ ম্যাচেও গোল করলেন কিলিয়ান এমবাপে। তবে এদিন পার্ক দা প্রিন্সেস মাঠে এই ম্যাচ ৩-১ গোলে হেরে গেল পিএসজি। ম্যাচ হারলেও এর আগেই খেতাব জয় নিশ্চিত করেছে তারা। প্রসঙ্গত, এমবাপে রিয়াল মাদ্রিদে খেলতে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।
বিবিধ
এপ্রিল মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৪.৮৩ শতাংশ, এই হার গত ১১ মাসের মধ্যে সবথেকে কম। তবে এই সময়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার উদ্বেগজনক ভাবে ঊর্ধ্বমুখী। কেবল আনাজের মূল্যবৃদ্ধি হয়েছে ২৭.৮০ শতাংশ খাদ্যশস্য ৮.৬৩ শতাংশ।
বিহারের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুশীল মোদী প্রয়াত হলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। বয়স হয়েছিল ৭২ বছর।