কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর ২০২৩

251
0
Current Affairs 19th December

আন্তর্জাতিক
  • গাজার স্ট্রিপের সমস্ত হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানালো গাজার স্বাস্থ্য মন্ত্রক । ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালানোর পর থেকেই গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছিল ইজরায়েল। এতদিন জেনারেটরের মাধ্যমে সেগুলি চালু রাখা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই গাজার সবথেকে বড় হাসপাতাল আল সিফায় বিদ্যুতের অভাবে একটি শিশু ও ন’জন রোগীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডনম গেব্রিসিয়াস মন্তব্য করেছেন , গাজায় হাসপাতাল আর হাসপাতাল নেই, হয়ে উঠেছে মৃত্যুর স্তূপ। এদিকে ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণে গাজায় ১০১ জন রাষ্ট্রসঙ্ঘের স্বেচ্ছাসেবক এরও মৃত্যু হয়েছে। তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ দিন জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে পতাকা অর্ধনমিত রাখা হলো।
  • ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুয়েলা ব্রেভারম্যানকে। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন এই সাংসদ । এমনকি অধিবাসী অভিবাসী প্রসঙ্গে ভারতীয়দের বিরুদ্ধেও মন্তব্য করতে দেখা গেছে তাকে। ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন জেমস ক্লেভারলি। তিনি এতদিন ছিলেন বিদেশমন্ত্রী। অন্যদিকে বিদেশ মন্ত্রী পদে এলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
  • পাকিস্তানের করাচিতে একটি ভারত বিরোধী সভায় বক্তব্য রাখার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মৃত্যু হল কট্টর সন্ত্রাসবাদি জয়েস ই মহম্মদ নেতা মৌলানা রহিম উল্লাহ তারিক-এর। আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহারের ডান হাত বলে পরিচিত ছিল রহিম উল্লাহ।
জাতীয়
  • হায়দ্রাবাদে দীপাবলীর রাতে এক অগ্নিকাণ্ডে মৃত্যু হল একটি বহুতলের ন’জন বাসিন্দার। হায়দারাবাদের বাজারঘাট এলাকার নামপল্লীতে এই দুর্ঘটনা ঘটেছে।
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গ ভেঙে আটকে থাকা ৪০ জন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা গেছে বলে জানানো হলো। তাঁদের উদ্ধার করার জন্য জোর কদমে কাজ চলছে। আপাতত অক্সিজেন পাঠিয়ে তাঁদের প্রাণ রক্ষার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্য চালাচ্ছে।
  • মনিপুরে মেইতেইদের ন’টি সশস্ত্র সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইউএপিএ আইনে এই পদক্ষেপ নেওয়া হল।
খেলা
  • আইসিসির ‘হল অফ ফেম’ এ ঠাঁই পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওবাগ।  তাঁর সঙ্গে শ্রীলংকার অরবিন্দ ডি সিলভাও এই সম্মান পেলেন। একইসঙ্গে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজিও এই সম্মান পেয়েছেন। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ডায়না। অন্যদিকে অষ্টম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সেওয়াগ।
  • এক ওভারের ছয় বলে ছ’টি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গ্যারেথ মর্গ্যান। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগে তিনি এই সাফল্য পেলেন।
  • ঘরের মাঠে লা লিগায় টানা ১৫টি ম্যাচ জিতে রেকর্ড করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন তারা ৩১ গোলে হারালো ভিয়া রিয়ালকে।
বিবিধ
  • ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত সংখ্যক ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেছেন তাদের মধ্যে সংখ্যায় সব থেকে বেশি ভারতীয়রা। এই সময়ের মধ্যে ২,৬৮,৯২৩ জন ভারতীয় পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন যা একটি রেকর্ড এবং  বিগত শিক্ষাবর্ষের তুলনায় তা ৩৫ শতাংশ বেশি। পরপর তিন শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পড়ুয়াদের ২৫ শতাংশের বেশি স্থান ভরে রাখল ভারতীয়রা। শেষবার ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী চিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল।
  • গত অক্টোবর মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ৪.৮৭ শতাংশ। গত চার মাসের মধ্যে এই হার সর্বনিম্ন।
  • ডলারের সাপেক্ষে টাকার দাম পৌঁছল তলানিতে। এদিন প্রতি ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৩.৩৩ টাকা যা একটি রেকর্ড।