কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ সেপ্টেম্বর ২০২৪

140
0
Current Affairs 13th September

আন্তর্জাতিক
  • পুতিনের কাছে মোদির বার্তা পৌঁছে দিলেন অজিত দোভাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ইউক্রেন সফর সংশ্লিষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার কনস্টান্টিনোভস্কি প্রাসাদে পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ওই বার্তা পৌঁছে দেন।
  • বৈঠকে দোভাল পুতিনকে বলেন, ‘তিনি (মোদি) তাঁর ইউক্রেন সফর ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়ে আপনাকে জানাতে আগ্রহী ছিলেন।
দেশ
  • ভোটের আবহের মধ্যেই কাশ্মীর ও জম্মু সীমান্ত জুড়ে আবার শুরু হয়েছে জঙ্গি তৎপরতা। সেনা অভিযানে আজ শনিবার তিন জঙ্গি নিহত হলেও গতকাল শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর দুই জওয়ান, আহত হন আরও দুজন। এ পরিস্থিতিতে জম্মুর ডোডা জেলায় আজ নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  •   দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তি পেলেন। আবগারি (মদ) নীতি মামলায় ঘুষ নেওয়া ও টাকা পাচারের অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে প্রথমে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা ইডি। পরে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। ছয় মাস জেলবন্দি থাকার পর শুক্রবার সুপ্রিম কোর্টে তিনি জামিন পেলেন।
  • আর জি কর কাণ্ডের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কোনো সামাধানসূত্র বের হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে সরকারের তরফে ১৪টি সিসি টিভি বসানো হল এবং একটি ভিডিয়ো ক্লিপিং নিয়ে তোলপাড়।
  • জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যু ২৯ জনের, প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
খেলা
  • আইএসএলে মোহনবাগান-সুপার জায়ান্টের খেলায় মোহনবাগান ২ গোেল এগিয়ে থেকেই মুম্বই এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল।
বিবিধ
  •  জোকা মেট্রোর জন্যে ময়দানের গাছ কাটা যবে না বলে নির্েধশ দিল সুপ্রিম কোর্ট। পাবলিক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আফত্ত জানিয়ে মামলা করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে ময়দানের নতুন মেট্রো স্টেশন হলে কলকাতার ফুসফুস চিরকালের মতো নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা।