কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ আগস্ট ২০১৮

705
0

জাতীয়

  • স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সমাজে হিংসার কোনো ঠাঁই নেই, মহাত্মা গান্ধীর এই বাণী স্মরণ করিয়ে দিলেন তিনি।
  • পঞ্চম কন্যাশ্রী দিবস পালিত হল পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এখন থেকে রাজ্যের সকল স্কুল পড়ুয়া কন্যাই এই প্রকল্পের আওতায় আসবে। এতদিন বার্ষিক পারিবারিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকলে তবেই এই সুযোগ মিলত। রাজ্যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ার কথাও জানালেন তিনি।
  • বিহারে নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন রাজীব কুমার নামে একজন আমলা।

আন্তর্জাতিক

  • ইতালিতে একটি সেতু ভেঙে অন্তত ৩০ জনের মৃত্যু হল। বন্দর শহর জেনোয়ার মোরান্ডি সেতুর ৮০ মিটার অংশ ভেঙে পড়ল নিচের মোটরওয়েতে। ১৯৬৭ সালে তৈরি সেতুটি ৯০ মিটার উঁচু। সেটিতে সংস্কারের কাজ চলছিল।
  • বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হল শতাধিক ব্যক্তিকে। তাঁদের মধ্যে কয়েকজন ভারতীয়।
  • লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে সংসদ চত্বরে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন ৩ জন। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়াল। গত বছর মার্চ মাসে এই ওয়েস্টমিনিস্টারেই সন্ত্রাসী গাড়ি হামলায় ৪ জনের মৃত্যু হয়েছিল।

খেলা

  • কোনো টেলিভিশনে নয়, ফেসবুক লাইভে সরাসরি খেলা দেখানোর জন্য ফেসবুক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন লা লিগা কর্তৃপক্ষ। এই মরসুম থেকে পরের ৩ বছরের জন্য চুক্তি হল। ফলে এই মরসুমে স্প্যানিস ফুটবল লিগের ৩৮০টি ম্যাচ দেখতে হলে ফেসবুক দেখতে হবে ক্রীড়ামোদীদের।
  • সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে।
  • প্রয়াত হলেন ভারতের প্রাক্তন অ্যাথলিট হাকাম সিং। তিনি ১৯৭৮ এশিয়াডে ২০ কিমি হাঁটায় সোনা জিতেছিলেন।

বিবিধ

  • পতনের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়ল টাকার দাম। এদিন একসময় টাকার দাম ডলারের সাপেক্ষে ৭০.১০ টাকা হয়। কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ বলেছেন, দেশের বাইরের কারণে টাকার দামে পতন হচ্ছে।
  • গত জুলাই মাসে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ৫.০৯ শতাংশ। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।