কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ফেব্রুয়ারি ২০২১

657
0
Current Affairs 25th November

আন্তর্জাতিক
  • মায়ানমারে জনতার মিছিলে সেনা পুলিশের আক্রমণে রক্তাক্ত হল রাজপথ। অন্তত ১৬ জন নাগরিকের মৃত্যু হয়েছে। ইয়াঙ্গন, বাগো, দাওয়েই, প্রভৃতি শহরে দিনভর চলে বিক্ষোভ মিছিল। প্রসঙ্গত, একমাস হয়ে গেল সেনা অভ্যুত্থান হয়েছে। নির্বাচিত সরকারের প্রতিনিধিরা গৃহবন্দি। নোবেল পুরস্কার জয়ী নেত্রী আং সাঙ সুচিকে তারা কোথায় রেখেছে তা কেউ জানে না। সেনা প্রধান মিন আং লাইং দাবি করেছেন পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সামলাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে যে, গুলি থেকে গ্রেনেড পর্যন্ত ব্যবহার করছে পুলিশ ও সেনাবাহিনী।
  • করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকাকে ছাড়পত্র দিল মার্কিন প্রশাসন। এই টিকার একটি ডোজেই কাজ হবে। এই টিকার কার্যকারিতা ৮০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে।

জাতীয়
  • নয়াদিল্লির এইমসে করোনা প্রতিষেধক নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে কোভিড টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। ১ মার্চ শুরু হবে প্রবীণদের টিকাকরণ।
  • শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে মহাকাশে রওনা দিল ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভিকল-মি ৫১৩। ব্রাজিলের অ্যামাজোনিয়ায় উপগ্রহ বহন করে নিয়ে গেল এটি। এ ছাড়াও ১৮টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে নিয়ে গেল পিএসএলভি।
  • মুম্বইয়ে মুকেশ অম্বানির বাডির সামনে বিস্ফোরক রাখার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন জইশ-উল হিন্দ। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণও তাদেরই কাণ্ড বলে সন্দেহ।

 

বিবিধ
  • রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম পুনরায় বৃদ্ধি পেল।ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল। ফলে ফেব্রুয়ারি মাসে ৩ দফায় মোট ১০০ টাকা বৃদ্ধি পেল ভুর্তকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম। ডিসেম্বর থেকে মোট ২২৫ টাকা দাম বেড়েছে।
  • করোনা অতিমারীতে নিম্ন অর্থনীতির দেশগুলি শিক্ষাখাতে ৬৫ শতাংশ এবং উচ্চ মধ্য অর্থনীতির দেশগুলি ৩৩ শতাংশ পর্যন্ত বরাদ্দ কমিয়েছে বলে জানাল বিশ্বব্যাঙ্ক। ইউনেস্কোর সঙ্গে যুগ্মভাবে এই সমীক্ষা চালানো হয়েছিল।

খেলা
  • আইএসএলে এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারাল মুম্বই সিটি এফসি। এর ফলে এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল। এদিন ম্যাচ ড্র রাখলেই এই সুযোগ পেত মোহনবাগান। সেমিফাইনালে মুম্বই খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।
  • প্রায় একবছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলল ভারতের পুরুষ হকি দল। প্রথম ম্যাচেই তারা ৬-১ গোলে হারাল জার্মানিকে। এদিন ইউরোপ ট্যুরের প্রথম ম্যাচটিই ছিল ভারতের।
  • ইউক্রেনে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতলেন বিনেশ ফোগট।