কারেন্ট অ্যাফেয়ার্স ১ মার্চ ২০২১

737
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিল সেখানকার একটি আদালত। এর মধ্যে অবশ্য দুবছরের কারাদণ্ড মকুব হয়েছে। রাষ্ট্রপতি পদে থাকার সময় একজন বিচারককে উচ্চপদে চাকরির টোপ দিয়ে বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চেয়েছিলেন তিনি।
  • ওপারা উইনফ্রের টেলিভিশন শো-তে উপস্থিত হলেন হ্যারি এবং মেগান। ব্রিটেনের রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এখন তাঁরা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ৮ মার্চ সম্প্রচারিত হবে তা। সেখানে হ্যারি বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তিকে ভয় পেতেন তিনি। এক্ষেত্রে রাজ পরিবার থেকে সরে আসার পর তাঁর মা ডায়ানার প্রত্যাশার অসম্ভব চাপের সঙ্গে লড়াইয়ের কথা বলেছেন তিনি। ওপারার এই সাক্ষাৎকার নিয়ে ব্রিটেনে আগ্রহ তুঙ্গে।

 

জাতীয়
  • দেশে প্রৌঢ় ও বৃদ্ধ ব্যক্তিদের টিকাকরণের শুরুতেই একদিনে টিকা নিলেন ১,২৮,৬৩০ জন ষাটোর্ধ্ব ব্যক্তি। টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করলেন ২৫ লক্ষ জন। তাঁদের মধ্যে ২৪.৫ লক্ষই প্রবীণ ব্যক্তি। প্রধানমন্ত্রীর পর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টিকা নিয়েছেন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনও মারা যাননি। সংক্রমিত হয়েছেন ১৯৮ জন।
  • গত ১২ অক্টোবর বিদ্যুৎহীন হয়ে পড়েছিল মুম্বই শহরতলি। বিপাকে পড়েন ২ কোটি মানুষ। সেই ঘটনার পিছনে সাইবার নাশকতা ছিল বলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন। এদিকে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চিনের হ্যাকার গোষ্ঠী `রেডইকো’ এই কাণ্ড ঘটিয়েছিল।
  • ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা ভোটের জন্য প্রশান্ত কিশোরকে নিয়োগ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্তও জানালেন তিনি।

বিবিধ

  • এবছর ১৮৪০ কোটি করোনা প্রতিষেধক বিক্রির লক্ষ্য নিয়েছে  মডার্না। এই সংস্থার ৭.৭ শতাংশ শেয়ার ১০০ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি করে দিল ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।
  • ফেব্রুয়ারিতে জিএসটি বাবদ ১.১৩ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে বলে জানানো হল।

 

খেলা
  • এটিপি র্যাঙ্কিংয়ে মোট ৩১০ সপ্তাহ শীর্ষে রয়েছেন নোভাক জোকোভিচ। গত ১১২ সপ্তাহ ধরে তিনি একটানা শীর্ষে রয়েছেন (রজার ফেডেরারের সর্বোচ্চ ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড)। তাঁর জয় পরাজয়ের সংখ্যা ৩৮৭-৫৩। বিশ্বের প্রথম দশের বিরুদ্ধে তা ১১৭-৩০।
  • আইএসএলের লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়ে লিগ শিল্ড পেয়েছে মুম্বই সিটি এফসি। তারা ছাড়াও যারা সেমি ফাইনালে উঠেছে তারা হল এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এবং এটিকে মোহনবাগান।
  • আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল বার্সোলোনার প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউকে।

 


আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল