কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ ২০২১

766
0
sports
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত সৌদি আরবের যুবরাজ মহম্মবদ বিন সলমনের বিরুদ্ধ জার্মানির একটি আদালতে মামলা করল `রিপোর্টার্স উইদআউট  বর্ডার্স’। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে খাশোগি খুনে সরাসরি যুবরাজের দিকেই অভিযোগ করা হয়েছে।
  • পরপর ছয় সপ্তাহ করোনা সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত সপ্তাহে তা আবার বৃদ্ধি পেয়েছে। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণপূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে সংক্রমণ বাড়ছে। একই ছবি ব্রাজিলে। ব্রাজিলে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১,২০৮ জনের প্রাণহানি হয়েছে করোনায়। বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা ২৫,৫৪,৪৭২। ২০২১ সালেও এই সংক্রমণ থাকবে বলে সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা।

জাতীয়
  • পুনরায় খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস। সেখানকার নজলপুর গ্রামে যৌন হেনস্থা হওয়া এক কিশোরীর বাবাকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। প্রথম ঘটনার অভিযুক্তের বিরুদ্ধেই। ২০১৮ সালের ঘটনায় জামিন পেয়েছিল সে। মামলা প্রত্যাহারের জন্য নির্যাতিতার পরিবারের ওপর চাপ দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
  • করোনা পর্বে বিধানসভা নির্বাচনে ভোটদানের সময় বৃদ্ধি করল নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে  ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। করোনা উপসর্গযুক্ত ব্যক্তি এবং ১০০.৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি উষ্ণতা যাঁদের তাঁরা বিকেল ৫ টার পর ভোট দিতে পারবেন বলে জানানো হল।                                                                                                                                                                                বিবিধ
  • লোকসভা ও রাজ্যসভা টিভি চ্যানেল সংযুক্ত করে নতুন সংসদ টেলিভিশন গড়ল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন আইএএস রবি কাপুর এই চ্যানেলের সিইও নিযুক্ত হলেন।
  • লিঙ্কউইন অপরচুনিটি ইনডেক্স ২০২১-এর রিপোর্ট প্রকাশিত হল। এই রিপোর্ট অনুযায়ী এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে ভারতেই কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য বেশি।

খেলা
  • ইউরোপ ট্যুরে ভারতের পুরুষ হকি দল জার্মানির সঙ্গে দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করল। প্রথম ম্যাচে ভারত ৬-১ ব্যবধানে জিতেছিল। এদিকে ভারতের মহিলা হকি দল জার্মানির কাছে ০-২ গোলে পরাস্ত হল। পর-পর ৩ ম্যাচে পরাস্ত হল তারা।