কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মার্চ ২০২১

641
0
Cricket
Courtesy: The Sports Rush

আন্তর্জাতিক
  • মায়ানমারের ম্যান্ডেলে বিক্ষোভকারীদের ওপর সেনা ও পুলিশের গুলিতে মৃত্যু হল ৩৮ জনের। সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে ১৮ বছরের কিশোরী মা কিষাল সিনের ছবি। গত নভেম্বরে প্রথমবার ভোট দিয়েছিলেন  তিনি। পথে নেমেছিলেন গণতন্ত্রকে বাঁচাতে। পুলিশের গুলিতে মৃত্যু হল তাঁর। বন্ধুরা তাকে ডাকত এঞ্জেল নামে। সেনা প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি বহু দেশ।
  • মুক্তিযোদ্ধা হোসেন তোফিক ইমাম (৮২) প্রয়াত হলেন। পাকিস্তানে সেভেন সার্ভিন্টি  চাকরি ত্যাগ করে তিনি যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাবিনেট সচিব ছিলেন তিনি। ২০০৯ সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তিনি। চাকরি থেকে অবসরের পর আওয়ামি লিগে যোগ দিয়েছিলেন এইচটি ইমাম। বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
  • আফগানিস্তানের জালালাবাদে এবার বোমার আঘাতে হত্যা করা হল একজন মহিলা সাবাদিককে। দুদিন আগে তিনজন মহিলা সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল সেখানে।

জাতীয়
  • দেশে একদিনে করোনা সংক্রমণ ১৭ হাজার অতিক্রম করল। গত ১১ জানুয়ারির পর একদিনে এত বেশি সংক্রমণ বৃদ্ধি পেল। দৈনিক সংক্রমণের ৮৫ শতাংশই মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট ও কর্নাটকে হয়েছে। এদিকে এদিনই প্রথমবার দেশে একদিনে ১০ লক্ষ মানুষকে (১০লক্ষ ৯৩ হাজার) টিকা দেওয়া সম্ভব হল।

 

বিবিধ
  • ২০২৩ সালটি পালন করা হবে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে। ভারতের প্রস্তাব মেনে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে তা অনুমোদিত হল।
  • ২০২০-২১ সালের জন্য কর্মী প্রভিডেন্ট ফান্ডে সুদ ৮.৫ শতাংশই রেখে দেওয়া হল। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের নেতৃত্বে শ্রীনগরে পিএফ কর্তৃপক্ষের অছি পরিষদ এক বৈঠকে এই সিদ্ধান্ত নিল।
  • কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২১–এ বিশ্বের শীর্ষ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিল খড়গপুর, বম্বে ও মাদ্রাজ আইআইটি।

 

খেলা
  • আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২০৫ রান করল ইংল্যান্ড।জবাবে ভারত ১ উইকেট হারিয়ে ২৪ রান করল।
  • অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি২০ ম্যাচে এক ওভারে ৬টি ওভার বাউন্ডারি মারলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ের ওভারে তিনি এই কীর্তি স্পর্শ করলেন। পঞ্চম ওভারে ৩৬ রান দিলেও ধনঞ্জয় তৃতীয় ওভারে হ্যাট্রিক করেছিলেন। ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা। এর আগে ২০০৪ সালে হার্শেল গিবস ও যুবরাজ সিং এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন।
  • কোপা দেলরে-র ফাইনালে উঠল বার্সেলোনা। প্রথম লিগের সেমিফাইনালে ০-২ ব্যবধানে হারার পর এদিন দ্বিতীয় লিগে সেভিয়াকে ৩-০ ফলে হারাল তারা।