কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মার্চ ২০২১

1056
0
perseverance
Courtesy: abc.net

আন্তর্জাতিক
  • পাকিস্তানের সংসদে উচ্চকক্ষে আস্থা ভোটে জয়ী হলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁকে সমর্থন করলেন ১৭৮ জন। ১১ দলের বিরোধী জোট `পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ আস্থাভোট বয়কট করেছে। এর আগে সেনেটের ভোটে অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ হেরে গিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে। এদিকে খোদ ইমরান খানই  নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন।
  • বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন দুই ধর্মীয় নেতা। পোপ ফ্রান্সিস (৮৪) এদিন ইরাকের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়তোল্লা আলি-আল সিস্তানির (৯০) সঙ্গে দেখা করলেন।
  • ভূকম্পন অনুভূত হল নিউজিল্যিান্ডে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৬.৪ । ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

 

জাতীয় 
  • এলহাবাদের বেসরকারি হাসপাতাল ইউনাইটেড মেডসিটি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। উত্তরপ্রদেশ সরকারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ, পুরো টাকা দিতে না পারায় শল্য চিকিৎসার পর ক্ষতস্থান খোলা রেখেই ছেড়ে দেওয়া হয়েছিল শিশুটিকে। যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু হয় শিশুটির। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়ানোর পর হইচই শুরু হয় এবং তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবিধ
  • মঙ্গলের বুকে প্রথমবার হাঁটল নাসার পাঠানো যান রোভার পার্সিভিয়ারেন্স। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণ করে সেটি।
  • বেঙ্গালুরুতে প্রয়াত হলেন কন্নড় কবি ও অনুবাদক এনএস লক্ষ্মীনারায়ণ ভট্ট (৮৪)।

 

খেলা
  • আমেদাবাদ টেস্টে ইনিংস ও ২৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ কর ভারত। ইংল্যান্ড দুই ইনিংসে যথাক্রমে ২০৫ ও ১৩৫ রান করে। ভারত করেছিল প্রথম ইনিংসেই ৩৬৫ রান। শতরানের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ হলেন ঋষভ পন্থ। এই টেস্টে ৯ উইকেট পেলেন অক্ষর প্যাটেল। ৪ টেস্টে তাঁর সংগ্রহ একশো উইকেট। সিরিজে সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজে ৩২টি উইকেটে পেয়েছেন তিনি। ইংল্যান্ডর দ্বিতীয় ইইনিংসে তাঁর প্রাপ্তি ৫ উইকেট। এই নিয়ে কেরিয়ারে ৩০ বার তিনি ইনিংসে ৫ উইকেট পেলেন। তিনি বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি সিরিজে শতরান ছাড়াও ৩০টির বেশি উইকেট পেলেন। এদিন জিতে সিরিজও ৩-১ ব্যবধানে জিতল ভারত। ৩৬টি টেস্ট জিতে ক্লাইভ লয়েডকে ছুঁলেন বিরাট কোহলি। দেশে টানা ১৩টি সিরিজ জিতে ভারত কোহলির নেতৃত্বে জিতল টানা ১০টি সিরিজ। সর্বোচ্চ (৫২০) পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠল ভারত।
  • টেস্টে অভিষেকের ৫০ বছর পূর্ণ হল সুনীল গাভাসকরের। ১৯৭১ সালের ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।
  • আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে নর্থইস্ট ইউনাইটেড-এটিকে মোহনবাগান ম্যাচ ১-১ গোলে ড্র হল।

 

৫ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন