আন্তর্জাতিক
- শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তৃতার সুবর্ণজয়ন্তী পালিত হল। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় তিনি পাকিস্তান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই প্রথম বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। এই বক্তৃতাকে ইতিহাসের ঐতিহ্যশালী বক্তৃতার মর্যাদা দিয়েছে ইউনেস্কো।
- বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা ২৬ লক্ষেরও অধিক (২৬,০২,০০৮) হল। মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৭২ লক্ষ। সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ২৭ হাজার জন।
- তিব্বতে বুলেট ট্রেন চলবে জুলাই থেকে। লাসা থেকে নিংছি পর্যন্ত ৪৩৫ কিমি লাইন পাতার কাজ শেষ হয়েছে। এই তথ্য জানাল চিন। ভারতের অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তের পাশ বরাবর এই ট্রেন চলবে।
জাতীয়
- মহারাষ্ট্রের থানে থেকে উদ্ধার হল মনসুখ হিরেণের মৃতদেহ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি হিরেন তাঁর গাড়ি চুরি গেছে বলে ভিখারালি থানায় অভিযোগ করেন। গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে মুকেশ অম্বানির বাড়ি `অ্যান্টিলিয়া’র সামনে থেকে যে বিস্ফোরক ভর্তি গাড়িটি উদ্ধার হয় তা ওই চুরি যাওয়া গাড়িটিই। এর পর হিরেন অভিযোগ করেন, পুলিশ ও সাংবাদিকদের একাংশ তাঁকে হেনস্তা করছে। এই মর্মে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠকরেকে চিঠিও লিখেছিলেন। এরই মধ্যে উদ্ধার হল তাঁর মৃতদেহ।
- অবশেষে জামিন পেলেন কবি ভারভারা রাও। ভীমা কোরেগাঁও মামলায় ২০১৮ সালের ২৮ অগস্ট থেকে জেলবন্দি ছিলেন তিনি।
বিবিধ
- মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের `ন্যাশনাল ইউথ পোয়েট লরিয়েট’ পুরস্কার জিতেছিলেন অ্যামান্ডা গোরম্যান। গত জানুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। সেই কৃষ্ণাঙ্গ তরুণীরই পিছু নিলেন এক মার্কিন নিরাপত্তা রক্ষী। কারণ তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকেছিল। এই ঘটনাই পুনরায় মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের অবস্থা সামনে নিয়ে এল।
- হেলিকপ্টার দুর্ঘটনায় জীবনাবসান হল ফ্রান্সের ধনকুবের তথা দাসো গোষ্ঠীর শীর্ষ কর্তা ওলিভিয়ে দাসোর।
খেলা
- রোমে মাত্তোয়া পেন্নিকোন কুস্তিতে সোনা জিতলেন ভারতের মহিলা কুস্তিগির বিনেশ ফোগট। গত সপ্তাহে কিয়েভ থেকেও সোনা জিতেছিলেন তিনি। একই সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বিনেশ ফোগট।
- সুইস ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসে রানার্স হলেন পি ভি সিন্ধু। ১২-২১, ৫-২১ ফলে তাঁকে পরাস্ত করলেন স্পেনের ক্যারোলিনা মারিন।
- এক বছর পর শুরু হল ভারতের মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট। লক্ষ্ণৌয়ে দক্ষিণ আফ্রিকার মহিলা দল একদিনের ম্যাচে ৮ উইকেটে হারাল ভারতকে।
- টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলে তারা ০-২ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। অন্য দিকে ইপিএলে বাইরের মাঠে টানা ২২ ম্যাচ অপরাজিত রয়েছে ম্যাঞ্চস্টার সিটি।
৬ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন