কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০২৩

288
0
Current Affairs 14th December

আন্তর্জাতিক
  • ইউক্রেনে তখনই শান্তি ফিরবে যখন তারা মেনে নেবে যে তারা ন্যাটোয় অন্তর্ভুক্ত হবে না। এই মন্তব্য করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দু’বছর ধরে। এই যুদ্ধ শুরুর পর এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন পুতিন। এমনিতে বছরের শেষ দিকে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে টেলিফোনে বা ভিডিও মাধ্যমে সাধারণ মানুষও প্রশ্ন করতে পারেন। গত বছর এই বৈঠক বাতিল করা হয়েছিল। তিনি জানান , ইউক্রেনে ছয় লক্ষ সতেরো হাজার রুশ সেনা নিযুক্ত আছেন এবং আপাতত ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই।
  • গাজায় এদিন ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় ১৭৯ জনের জন নিহত হলেন। গাজায় মোট নিহত হয়েছেন ১৮৭৮৭ জন। এদিন ইজরায়েলের রাজধানী তেল আবিভে পৌঁছলেন মার্কিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিবান। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
জাতীয়
  • সংসদ ভবনে প্রবেশ করে লোকসভার অধিবেশন চলার সময় হলুদ গ্যাস ছড়িয়ে দেওয়া দেওয়ার ঘটনায় ধৃত চার ব্যক্তিকে পুলিশি হেফাজতে পাঠালো পাতিয়ালা আদালত। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নিলাম দেবী, অমল সিন্ধে এবং ভিকি শর্মাকে। ঘটনার মাথা হিসেবে অভিযুক্ত ললিত ঝা। এদিন তিনি দিল্লিতে কর্তব্য পথ থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।  নিরাপত্তায় গাফিলতির অভিযোগে দিল্লী পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আটজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
  • প্রবল তুষারপাতে উত্তর সিকিমের লাচুং ও লাচেন এলাকায় আটকে পড়লেন বহু সংখ্যক পর্যটক। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১২৪৭ জনকে উদ্ধার করল।
  • আফজাল আনসারিকে সাংসদ পদ ফিরিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। তিনি গ্যাংস্টার মামলায় চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদের জারি করেছে। সেই সঙ্গে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিতে বলেছে। গত ১ মে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছিল।
খেলা
  • মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহিলা দল টেস্টের প্রথম দিনে তুলল ৭ উইকেটে ৪১০ রান। ৮৮ বছর পর মেয়েদের ক্রিকেটে একদিনে চারশোর বেশি রান উঠলো। সবমিলিয়ে মেয়েদের ক্রিকেটে এই ঘটনা ঘটলো দ্বিতীয়বার।
  • জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হলো ১০৬ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন ভারতের সূর্য কুমার যাদব। তিনি ৫৬ বলে শতরান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সূর্যর এটি চতুর্থ শতরান।
  • পার্থে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়া প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩৪৬ রান করল। নিজের বিদায়ী টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার। এটি তাঁর ২৬ তম টেস্ট শতরান।
বিবিধ
  • নতুন নজির তৈরি হলো ভারতের শেয়ার বাজারে। এদিন শেয়ার সূচক সেমসেক্স এবং নিফটি দুই নতুন উচ্চতায় পৌঁছেছে। সেমসেক্স ৭০৫১৪.২০ অংকে এবং নিফটি ২১১৮২.৭০ অংকে পৌঁছেছে যা নতুন রেকর্ড।
  • ৪ দশক পূর্ণ করল মারুতি। ১৯৮৩ সালের ১৪ই ডিসেম্বর বাজারে এসেছিল ‘জনগণের গাড়ি’ মারুতি ৮০০।
  • আগামী শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ৪৭টি বিষয়ের সিলেবাস আমূল বদলে যাবে। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দুটি পরীক্ষায় অর্থাৎ দুটি সেমিস্টারে বসতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই কথা জানিয়েছেন।