কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রুয়ারি ২০২৪

261
0
Current Affairs 14th February

আন্তর্জাতিক
  • ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার কোন নাগরিক সমালোচনা বা বিরোধিতা করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই বিষয়ে এদিন একটি আইনে সই করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অন্যদিকে এদিনই ইউক্রেন ইজরায়েল ও তাইওয়ানকে সাহায্য করতে ৯৫০০ কোটি ডলার বরাদ্দ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে কেবল ইউক্রেনকেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ লড়ার জন্য ৬০০০ কোটি ডলার অর্থ সাহায্য করা হবে।
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। তিনি এর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের প্রধান নওয়াজ শরিফের ভাই। ২৬৫ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকার গড়ার জন্য প্রয়োজন ১৩৩ টি আসন। সেখানে পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদ কওমি মুভমেন্ট পাকিস্তান  ও পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) মিলে জোট সরকার গঠন করার কথা প্রকাশ্যে এলো। তবে পিপিপি নেতা বিলাবল আলি ভুট্টো এই সরকারের সমর্থন জানালেও কোন পদ নিচ্ছেন না। অন্যদিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের কন্যা মরিয়ম। এই প্রথম পাকিস্তানের ইতিহাসে কোন মহিলা মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।
জাতীয়
  • ২০১৯ সালের এপ্রিল মাসে শিলান্যাস হয়েছিল স্বামীনারায়ণ মন্দিরের। এদিন আবুধাবির সেই প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহিতে এটি দ্বিতীয় হিন্দু মন্দির। এই মন্দিরের নির্মাণ প্রকল্পে রয়েছে বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান।
  • ‘এক দেশ এক ভোট’ নীতির বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হলো তামিলনাড়ু বিধানসভায়। দেশের প্রথম রাজ্য হিসেবে অনুরূপ প্রস্তাব গৃহীত হলো সেখানে। একইসঙ্গে বিধানসভা ও লোকসভার আসন পূর্ণবিন্যাসের বিরুদ্ধেও প্রস্তাব গৃহীত হয়েছে এই বিধানসভায়।
  • কৃষকদের বিক্ষোভের উত্তাল হয়ে উঠেছে দিল্লিতে পাঞ্জাব হরিয়ানার সীমানা। বিক্ষোভ থেকে হটাতে কৃষকদের ওপর প্রয়োগ করা হচ্ছে কাঁদানে গ্যাস, রাবার বুলেট। চাষের খরচের দেড় গুণ ফসলের দাম (এমএসপি) দেওয়ার নীতি কার্যকর করার দাবিতে এই আন্দোলন করছেন কৃষকরা। কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন নেতত্বাধীন কমিশনের সুপারিশ ছিল তা। এই সুপারিশ এখনো কার্যকর করা হয়নি।
খেলা
  • এই মরসুমে আইএসএল প্রতিযোগিতায় এতদিন পর্যন্ত অপরাজিত ছিল গোয়া। কিন্তু এদিন এই প্রতিযোগিতায় মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল এফসি গোয়াকে। সেই সঙ্গে সঙ্গে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো তারা।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি বিশ্ব রাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পেলেন আফগানিস্তানের মহম্মদ নবি । প্রবীণতম ক্রিকেটার হিসেবে এই তালিকায় শীর্ষস্থান পেলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৩৯ বছর। তিনি শীর্ষস্থান থেকে বিচ্যুত করলেন সাকিব আল হাসানকে। ২০১৯ সাল থেকে টানা ১৭৩৯ দিন আইসিসি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের শাকিব আল হাসানের নাম ছিল এক নম্বরে।
বিবিধ
  • কলকাতায় এখনো পর্যটকদের সবথেকে পছন্দের জায়গা আলিপুর পশুশালা। একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় এই তথ্য জানা গেছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে চিড়িয়াখানায় দর্শক হিসেবে প্রবেশ করেছেন সতেরো লক্ষাধিক মানুষ। এর মধ্যে বছরের শেষ ও প্রথম দিনে, দুদিনেই লক্ষাধিক মানুষ দর্শন করেছিলেন চিড়িয়াখানা। এর পরের জনপ্রিয় স্থান হাওড়া ব্রিজ এবং জেমস প্রিন্সেপ ঘাট।
  • বেআইনি আর্থিক কর্মসূচির অভিযোগে ভারতের ৪৩ জন নাগরিককে বিতাড়িত করল মালদ্বীপ। তবে কেবল ভারতের নয় বাংলাদেশের ৮৩ জন শ্রীলংকার ১৫ জন নেপালের আট দুজন সব মিলিয়ে বার দেশের ১৮৬ জনকে দেশ থেকে বের করে দিয়েছে তারা।