কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০২৩

423
0
Current Affairs 14th July

আন্তর্জাতিক
  • অবিশ্বাস্য বললেও কম হয়। বারো বছরের সুলেমান হাসান রাস্তায় সাইকেল চালানোর সময় অন্য একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছিল। তার মাথা ধড় থেকে প্রায় আলাদা হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার বাঁচার আশা ছিল না বললেই চলে। কিন্তু জেরুজালেমের হাদাসা এন কেরেম হাসপাতালের চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে তার মাথা জুড়ে দিতে সক্ষম হয়েছেন। বেশ কয়েকদিন হাসপাতালে কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরে এসেছেন সুলেমান।
  • গত আড়াই বছরে বিশ্বে কোভিড ও যুদ্ধের জন্য অন্তত ১৬.৫ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট এই তথ্য জানিয়েছে। ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ৭.৫ কোটি মানুষের গড় আয় মাত্র ২.১৫ ডলার ,ভারতীয় মুদ্রায় ১৭৭ টাকা। তাঁদের অতি দরিদ্র বলে চিহ্নিত করা হয়েছে।
জাতীয়
  • বাস্তিল দিবসে ফ্রান্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্যারিসে বর্ণাঢ্য কুচকাওয়াজে ফরাসি সৈন্যের সঙ্গে অংশ নিল ভারতীয় ফৌজের তিন বাহিনীও। এদিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকড় – এর সঙ্গে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রীর। সেখানে মোদীকে প্রথম বিশ্বযুদ্ধের সময় তোলা একটি ফটোগ্রাফ উপহার দিয়েছেন ইমানুয়েল মাকড়। সেখানে দেখা যাচ্ছে ১৯১৬ সালে একজন শিখ সৈন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন একজন ফরাসি মহিলা। প্রাচীন শার্লমেনের দাবাও ভারতকে উপহার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতায় উল্লেখ করেছেন, ১৯৮১ সালে আমেদাবাদে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র খোলার সময় তিনি তার প্রথম সদস্য হয়েছিলেন। ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সে লেখাপড়া শেষ করার পর অতিরিক্ত পাঁচ বছরের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল ফরাসি সরকার। ভারতের প্রধানমন্ত্রীকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক অসামরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ান অব অনার’ প্রদান করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি। সেই নেপোলিয়ন বোনাপার্টের সময় থেকে এই ঐতিহ্যশালী পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স। এদিন ভারত ও ফ্রান্সের মধ্যে ২৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ৯০ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে ফ্রান্সে ভারতের টাকার মাধ্যমে ইউপিআই ব্যবস্থায় অনলাইন পেমেন্ট করা সম্ভব হবে। এই মর্মে এদিন চুক্তি হলো ভারত ও ফ্রান্সের। অর্থাৎ ডলার, পাউন্ড, ইউরো ব্যবহার না করে ভারতীয় মুদ্রায় লেনদেন করা যাবে ফ্রান্সে। এতদিন আরব আমির শাহি, সিঙ্গাপুর, নেপাল ও ভুটানে ইউপিআই চালু ছিল।
  • শ্রী হরি কোটা থেকে দুপুর ২টা ৩৫মিনিটে ভারতের চন্দ্রযান ৩ মহাকাশে পাড়ি দিলো। এল ভি এম ৩ এম ৪ বা বাহুবলি রকেটে চড়ে এই মহাকাশযান পাঠানো হলো। অভিযানের ১৬ মিনিটের মধ্যেই চন্দ্রযান ৩ বাহুবলি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। ৫ আগস্ট এই মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করার কথা। এরপরে ২৩ অথবা ২৪ আগস্ট নাগাদ চাঁদের মাটিতে ল্যান্ডার অবতরণ করার কথা। বিশ্বে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া এবং চিন চাঁদে ল্যান্ডার সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২০০৮ সালের ২২ অক্টোবর চন্দ্রযান ১ অভিযানে চাঁদের কক্ষপথে অর্বিটার পাঠিয়েছিল। ২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রযান ২ আংশিকভাবে সফল হয়েছিল।
  • হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মোট প্রাণহানি হয়েছে ১৪৫ জনের।
খেলা
  • ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ১৭১ রান করে আউট হলেন ভারতের যশস্বী জয়সওয়াল। ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন তিনি। অর্ধ শতরান করলেন বিরাট কোহলি। টেস্টে অর্ধ শতরান করার তালিকায় ভারতীয়দের মধ্যে তিনি (৮৮) টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে (৮৭)। এক্ষেত্রে শীর্ষে শচীন টেন্ডুলকার (৯৬)। ভারতে দিন পাঁচ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে।
বিবিধ
  • বিভিন্ন স্টুডিও এবং সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ায় হলিউডের অভিনেতারা কর্ম বিরতি শুরু করলেন। তাদের মূল দাবি পারিশ্রমিক বৃদ্ধি। এর আগে কাহিনীকাররাও কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন। ১৯৬০ সালের পর এই প্রথম লেখক ও অভিনেতারা যৌথভাবে কর্ম বিরতি শুরু করলেন। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ‘দা স্ক্রিন এক্টরস গিল্ড’।