কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০২৪

139
0
Current Affairs 14th July

আন্তর্জাতিক
  • আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে একজন আততায়ী। গুলি ট্রাম্পের কানে লেগেছে। তিনি অবশ্য বিপন্মুক্ত। তবে আততায়ীর ছোঁড়া গুলিতে এক দর্শক নিহত হয়েছেন। জখম হয়েছেন আরো দুজন। নিরাপত্তা রক্ষীদের গুলিতে আততায়ীরও মৃত্যু হয়েছে। মার্কিন গোয়েন্দা দপ্তর জানিয়েছে, কুড়ি বছর বয়সী মার্কিন যুবক টমাস ক্রুকস এই কান্ড ঘটিয়েছে। দুই বছর আগে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়া ছেলেটি এমন ভয়ংকর কান্ড কেন ঘটালো তা জানা যায়নি।
জাতীয়
  • পুরীতে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হল ১৯৮৫ সালের ১৪ জুন তারিখের দীর্ঘ ৩৯ বছর পর ফের সেই রত্নভাণ্ডার খোলা হল। এর আগে ১৯৭৮ সালে রত্ন ভান্ডারের সামগ্রি খতিয়ে দেখতে ৭১ দিন সময় লেগেছিল। এবারও কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে এই সিন্দুক রাখা হয়েছে। পরে তা ধীরেসস্থে পরীক্ষা করে দেখা হবে।
খেলা
  • ইউরোপ সেরা হল স্পেন। ১২ বছর পর পুনরায় তারা ইউরো কাপ চ্যাম্পিয়ন হলো। এদিন তারা বার্লিনে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পর হারিয়ে দিল। ২০২০ সালেও ইউরো কাপের ফাইনালে উঠে রানার আপ হয়েছিল ইংল্যান্ড। তারা ১৯৬৬ সালে ঘরের মাঠে একবার বিশ্বকাপ ফুটবল জিতেছিল। চ্যাম্পিয়ন দল পেল ৮ মিলিয়ন ইউরো ভারতীয় মুদ্রায় যা ৭২.৫ কোটি টাকা। রানার দল পেয়েছে পাঁচ মিলিয়ন ইউরো।
  • উইম্বলডনে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন স্পেনের কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি হারিয়ে দিলেন নোভাক জোকোভিচকে। আলকারাজের এটি চতুর্থ গ্র্যান্ডস্লাম জয়। তিনি গত বছরের পর এবছরও উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন। রানার আপ হলেও ৩৭ বছরের নোভাক জোকোভিচ অবশ্য দর্শকদের মন জয় করে নিলেন। গত ৪ জুন চোটের জন্য ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে সরে গিয়েছিলেন তিনি। তারপরের দিন অস্ত্রোপচার হয় তাঁর হাঁটুতে। সেখান থেকে মাত্র দেড় মাসের মধ্যে আরও একটি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছানো কম কৃতিত্বের নয়।
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের পঞ্চম ম্যাচে ৪২ রানে জয়ী হল ভারত। এর ফলে সিরিজে চার এক ব্যবধানে জয়ী হলো তারা। ম্যান অফ দা সিরিজ হলেন ওয়াশিংটন সুন্দর। শুভমন গিলের নেতৃত্বে ভারত এই সিরিজ খেললো।
বিবিধ
  • মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আইএনএস)-র আইএনএস টাওয়ার বি উইংয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির হাত ধরে দেশের ডিজিটাল অগ্রগতির পিছনে সংবাদমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তিনি।