আন্তর্জাতিক
- ইউক্রেনে হামলা জোরদার করলো রাশিয়া। এদিন কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার একটি রণ তরী থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় ইউক্রেনের বন্দর শহর ওডেসা লক্ষ্য করে। এতে অন্তত ছয় জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। ইউক্রেনের থেকে আরও এলাকা ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপরিঝিয়ায় আক্রমণ দ্বিগুণ করেছে ইউক্রেন। সেখানে নিহত হায়েছেন রাশিয়ার মেজর জেনারেল সের্গেই গরিয়াচেব নিহত হয়েছেন বলে জানা গেছে।
- দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় ১০৩ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়ার কুয়ারা প্রদেশে নাইজার নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে নৌকাডুবির ফলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। গ্রিসের পেলোপনিসের কাছে এই নৌকাটি ডুবে যায়। লিবিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল।
- লন্ডনে খুন হয়ে গেলেন ভারতীয় মহিলা কনথম তেজস্বিনী (২৭)। এমএসসি পড়া শেষ করে তিনি চাকরি খুঁজছিলেন। তাকে হত্যার অভিযোগে ব্রাজিলের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডনের ওয়েম্বলিতে যে আবাসনে তেজস্বিনী থাকতেন সেখানে আরো দুই মহিলাকে টাকার জন্য ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত যুবক। সে মাদকাসক্ত বলে জানা গেছে। তেজস্বিনী আদতে হায়দরাবাদ-এর বাসিন্দা।
জাতীয়
- মনিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে পুনরায় সংঘর্ষে ১১ জনের মৃত্যু হল। কিন্তু মনিপুরের চানু ও তারেতখুল এলাকায় মহিলারা রাস্তা অবরোধ করে রাখায় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। গত ৪২ দিনের সংঘর্ষে মনিপুরে এই নিয়ে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলের লাম্ফেলে কুকি মন্ত্রী নেমচা কিপগেমের সরকারি আবাস এদিন পুড়িয়ে দেয় মেইতেই সম্প্রদায়ের মানুষ। মনিপুরে শান্তি স্থাপনের জন্য যে কমিটি গড়া হয়েছিল এদিন সেখান থেকে পদত্যাগ করলেন নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম। প্রসঙ্গত মনিপুরে আন্দোলনকারীরা দু’নম্বর জাতীয় সড়ক মাসাধিক কাল ধরে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখায় ইতিমধ্যেই সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে।
- বিএসএফ-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন আগারওয়াল। তিনি ১৯৮৯ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার।
- নিয়োগ দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তামিলনাড়ুর ডি এম কে সরকারের মন্ত্রী ভি সেন্থিল বালাজির বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল ই ডি। তাঁকে ১৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর এদিন গ্রেপ্তার করা হলো।
খেলা
- তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড করলেন ভারতের অদিতি স্বামী। কলম্বিয়ায় তিরন্দাজি বিশ্বকাপে অনূর্ধ্ব ১৮ পর্যায়ে কম্পাউন্ড বিভাগে ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পয়েন্ট পেয়েছেন অদিতি। তিনি ভেঙ্গে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিকো আরেওলার রেকর্ড।
- সিএবি পরিচালিত জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। কলকাতার ইডেন গার্ডেন্স-এ ফাইনাল ম্যাচে তারা হারিয়ে দিল ক্যালকাটা কাস্টমস ক্লাবকে।
বিবিধ
- গত মে মাসে দেশে পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি সরাসরি ৩.৪৮ শতাংশ কমেছে।ওই একই সময়ে দেশে খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার কমেছিল ৪.২৫ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানিয়েছে।
১৩ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন