কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মার্চ ২০২৪

249
0
Current affairs 14th March

আন্তর্জাতিক
  • পুনরায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটলো গাজা ভূখণ্ডে। এদিন উত্তর গাজায় ত্রাণপাওয়ার জন্য প্যালেস্টাইনিনাগরিকদের ভিড়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হল ৬ জনের।
  • সিলিকানভ্যালিতেবারবার আক্রান্ত হচ্ছেন ভারতীয়রাও ভারতীয় বংশোদ্ভূতরা। একে সন্ত্রাসবাদী হামলাই বলা যেতে পারে।বিশেষ করে হিন্দু ও জৈন ধর্মের মানুষদের উপাসনাস্থলেও হামলা হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনা ঘটলেও ক্যালিফোর্নিয়ার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।মূলত এই অভিযোগে সিলিকান ভ্যালির বিশিষ্ট ভারতীয়বংশোদ্ভূতরা এদিন মার্কিন পুলিশ, এফবিআইএবং আইন দপ্তরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিলেন।
  • এবার মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করতে চলেছে ‘টিকটক’।হাউস অফ রিপ্রেজেন্টেটিভে টিকটক নিষিদ্ধ করার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে বিপুল ভোটে। প্রসঙ্গত,চিনের বাইটড্যান্স সংস্থা তৈরি করেছে টিকটক নামক অ্যাপটি।২০২০ সালে ভারত এই অ্যাপ নিষিদ্ধ করেছিল।
জাতীয়
  • ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রিপোর্ট জমা দিলেন এই বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অমিত শাহ, গোলাম নবি আজাদ প্রমুখ।১৮৬২৬ পাতার এই রিপোর্টে ২০২৯ সাল থেকে দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব রয়েছে।পঞ্চায়েতও পুরসভা ভোটের স্থানীয় নির্বাচন অবশ্য মূল নির্বাচনের ১০০ দিনের মধ্যে সম্পন্ন করার কথা। প্রসঙ্গত, দেশে ১৯৬৭ সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গেই নেওয়া হতো।
  • নির্বাচনী বন্ড সংক্রান্ত সবিস্তার তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন।২০১৯ সালের১২এপ্রিল থেকে ২০২৪ এর ২৪জানুয়ারি পর্যন্তভারতের স্টেট ব্যাংকে যে নির্বাচনীবন্ডের লেনদেন হয়েছে তার তথ্যই তুলে ধরা হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
  • রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন সুধা মূর্তি।
খেলা
  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে চ্যাম্পিয়ন হলো মুম্বই। ফাইনাল ম্যাচে তারা ১৬৯ রানে হারিয়ে দিল বিদর্ভকে। এই নিয়ে রেকর্ড ৪২ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০১৬ সালের পর পুনরায় তারা এই খেতাব জিতল।মুম্বইয়ের নেতৃত্বে ছিলেন অজিঙ্করাহানে এবং বিদর্ভদলের নেতৃত্বে ছিলেন অক্ষয় ওয়াদকর।ফাইনাল ম্যাচেশতরান করার পাশাপাশি দুটি উইকেট নিয়ে মুশির খান ম্যান অব দ্য ম্যাচ হলেন। তিনি ভারতীয়জাতীয়ক্রিকেটদলের সদস্য সরফরাজ খানের ভাই।এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বইয়ের ধবল কুলকার্নি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন।তিনি ম্যাচের শেষ উইকেটটি নিয়েছেন। ফাইনালে মুম্বই ২ ইনিংসে করেছে যথাক্রমে ২২৪ এবং ৪১৮ রান, সেখানে বিদর্ভ দুই ইনিংসে করেছে যথাক্রমে১০৫ এবং ৩৬৮ রান। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হলেনতনুষ কটিয়ান। তিনি ৫০৯ রান এবং ২৯ টি উইকেট পেয়েছেন।
  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের পিভি সিন্ধু, অন্যদিকে ভারতের লক্ষ্য সেন পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে।
বিবিধ
  • পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে দু টাকা করে দাম কমানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
  • অশ্লীলতার কারণে ১৮টি ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মোট ১৮টি ওটিটি প্লাটফর্ম, ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি সোশ্যাল মিডিয়া একাউন্ট নিষিদ্ধ করা হয়েছে২০২০ সালের তথ্য ও প্রযুক্তি আইনের সাহায্যে।