কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ নভেম্বর ২০২৩

229
0
Current Affairs 14th November

আন্তর্জাতিক
  • গাজার সব থেকে বড় হাসপাতাল আল সিফায় পরিষেবার অভাবে ১৮৯ জন রোগীর মৃত্যু হল। এর মধ্যে ন’টি শিশুও রয়েছে। বিদ্যুতের অভাবে কার্যত কোন পরিষেবাই মিলছে না এই হাসপাতালে। পাঁচ সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ গাজায়। সঞ্চিত ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে এতদিন পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলেছিল, এখন তাও বন্ধ। ইতিমধ্যে কাতারের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি নিয়ে কিছু শর্ত রাখল জঙ্গিগোষ্ঠী হামাস। তারা বলেছে ৫ দিনের সংঘর্ষ বিরতি হলে তারা ইজরাইলের ৭০ জন পণবন্দিকে মুক্তি দেবে। অন্যদিকে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বললেন, ইজরায়েলের উচিত গাজার হাসপাতালগুলিকে রক্ষা করা।
জাতীয়
  • কানাডায় মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে। এতে ভারত বিরোধী হিংসা ও সন্ত্রাসকে উস্কে দেওয়া হচ্ছে। এজন্য নজরদারি চালানো দরকার। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের ৪৪ তম বৈঠকে এই মন্তব্য করলেন ভারতের প্রতিনিধি কে এস মহম্মদ হুসেন।
  • বিহারে বালি মাফিয়ারা ট্রাক্টর দিয়ে পিষে হত্যা করল একজন পুলিশ অফিসারকে। বিহারের জামুই জেলার মহুলিয়া তন্ড গ্রামে বালি পাচার আটকাতে হানা দিয়েছিলেন গারহি থানার ইন্সপেক্টর প্রভাত রঞ্জন। কিন্তু বালি ভর্তি ট্রাক্টর তাঁকে পিষে দিয়ে যায়। এই ঘটনায় রাজেশ কুমার নামে একজন হোমগার্ড সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
খেলা
  • একদিনের ক্রিকেটে আইসিসি বিশ্ব রাঙ্কিং এ ব্যাটারদের তালিকায় শীর্ষে রইলেন ভারতের শুভমান গিল। চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। পঞ্চম স্থানে রোহিত শর্মা। বোলিং বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের মহম্মদ সিরাজ। কুলদীপ যাদব রয়েছেন পঞ্চম স্থানে। অলরাউন্ডার বিভাগে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন দশম স্থানে।
বিবিধ
  • শিল্পপতি সুব্রত রায় প্রয়াত হলেন। সাহারা ইন্ডিয়া পরিবার গড়ে তুলেছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবাসী বাঙালি সুব্রত রায়ের জন্ম বিহারের আরা রিয়ায়। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ১৯৭৬ সালে সাহারা ফিন্যান্স এর দায়িত্ব নিয়েছিলেন। এরপর গড়ে তোলেন সাহারা ইন্ডিয়া পরিবার। একটা সময় দেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ীক গোষ্ঠী হয়ে উঠেছিল সাহারা। পুণের কাছে তারাই গড়ে তোলে অ্যাম্বিভ্যালি সিটি প্রকল্প। নিজস্ব টেলিভিশন চ্যানেল খোলে, নিউইয়র্কের প্লাজা হোটেল এবং লন্ডনের গ্রমিনর হাউস হোটেল অধিগ্রহণ করে, বিমান পরিষেবা ক্ষেত্রেও নামে সাহারা। কিন্তু এরপর বিতর্কিত বিভিন্ন বিষয়ে জড়িয়ে যায়। বেআইনিভাবে অর্থ তোলার অভিযোগে জেলেও যেতে হয়েছিল সুব্রত রায়কে। লগ্নীকারীদের অর্থ ফেরতের নির্দেশ দিয়েছিল সেবি, সেই নির্দেশ পালন করা হয়েছে বলে এই গোষ্ঠী দাবি জানিয়েছিল। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন বিজনেস লিডারশিপে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল সুব্রত রায়কে, লন্ডনের পাওয়ারব্র্যান্ডস তাদের হল অফ ফেম অ্যাওয়ার্ড-এ বিজনেস আইকন অফ দ্য ইয়ার পুরস্কার দিয়েছিল তাঁকে।
  • অক্টোবর মাসে দেশের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার নেমে গেল শূন্যের থেকে ০.৫২ শতাংশ নিচে। এই নিয়ে টানা সাত মাস শূন্যের নিচেই রয়েছে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার।
  • ওবেরয় গোষ্ঠীর চেয়ারম্যান এমিরিতাস পৃথ্বীরাজ সিং ওবেরয় প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি। তাঁর লেখাপড়া দার্জিলিং এর সেন্ট পলস স্কুল এবং লন্ডনে।