কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ নভেম্বর ২০২৪

96
0
Current Affairs 14th November

আন্তর্জাতিক
  • ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি রাখা অর্থহীন। সংবিধানের সংশোধনী এনে ‘সমাজতন্ত্রের তত্ত্ব’ বাদ দিয়ে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে ফিরিয়ে আনার উদ্যোগ করেছেন মধ্যবর্তী ইউনুস সরকার। ‘বাঙালি জাতীয়তাবাদ’, মুজিবকে ‘জাতির পিতা’ ঘোষণা এ সবই বাতিল করে নতুন সংশোধনী এনেছেন সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশে ৯০ শতাংশ বাসিন্দা যখন ইসলাম ধর্মের অনুসারী, সেখানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকেই প্রাধান্য দিতে হবে।
  • গত সেপ্টম্বরে শ্রীলঙ্কায় একটা বড় পরিবর্তন এসেছিল। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছিলেন বামপন্থী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে। বৃহস্পতিবার সেখানে পার্লামেন্টেও বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) বড় ব্যবধানে জয়ী হওয়ার পথে। ২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়েছিল এই দ্বীপরাষ্ট্র। প্রতিবাদে রাস্তায় নেমেছিল দেশের বিক্ষুব্ধ জনগণ। বিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান। তখন প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী অনূঢ়া।
দেশ
  • রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ‘ট্যাব’ কেনার অর্থ নিয়ে নানান দুর্নীতির সংবাদ উঠে আসছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই দুর্নীতি ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কিছু অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই রাজ্যের বরাদ্দ ট্যাবের টাকা কী করে ভিন্ন রাজ্যে চলে গেল তা নিয়ে শিক্ষামহল থেকে রাজ্যের বিভিন্ন মহলে শোরগোল পড়েছে। তদন্তে গঠিত হয়েছে ‘সিট’। ভবিষ্যতে এই দুর্নীতি রোখা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
  • অন্য দিকে লটারি প্রতারণার কারণে কলকাতা সহ একাধিক রাজ্যের ২০টি জায়গায় তল্লাসি চালাল ইডি। মূল অভিযুক্ত সান্তিয়াগো মার্টিনকে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বন্ডের মাধ্যে ১৩০০ কোটি টাকা চাঁদা দেওয়ারও অভিযোগ উঠেছিল এই মার্টিনের বিরুদ্ধে।
  • শীতের মুখে রাজধানী দিল্লিতে ধোঁয়াশায় ঢেকে গিয়েছে শহর। মারাত্মক দূষণ আশঙ্কার বার্তা দিচ্ছে। অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলির ক্লাস হবে অনলাইনে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলনা তীব্র বায়ুদূষণ মোকবিলায় নানা স্তরে আলোচনা শুরু করেছেন। ঘোষিত হয়েছে বিএস-৩-এর নীচে থাকা পেট্রল চালিত গাড়ি আপাতত দিল্লির রাস্তায় চলাচল করতে পারবে না। চিকিৎসকরাও খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন এবং এন ৯৬ মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
খেলা
  • মাত্র দু’বছর বয়সে টেনিস খেলা শুরু করেছিলেন। পরে পেশাদার ফুটবলার হয়ে ওঠেন দিয়েগো ফোরলোন। ২০১০ সালে বিশ্বকাপের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। সেই খ্যাত ফুটবলার ফোরলোনই দীর্ঘ দিন ফুটবল খেলার পর অবসর নিয়ে নতুন করে ফিরলেন টেনিস কোর্টে। ৪৫ বছর বয়সে টেনিস খেলোয়াড় হিসেবে উরুগুয়ে ওপেন জুটিতে খেলেন। যদিও পরাজয় ঘটেছে।
  • অন্য দিকে চমক সৃষ্টি করেছেন মাইক টাইসন। উনিশ বছর রিং-এর বাইরে থেকে ৫৮ বছর বয়সে নতুন করে টেক্সাসে বক্সিংয়ে মুখোমুখি হয়ে লড়বেন, ২৭ বছর বয়সি ইউটিউবার জেক-এর সঙ্গে। তাঁর বিশ্বাস তিনি জিতবেনই।

 

বিবিধ
  • কফিনে শুয়ে পুনর্জন্মের অনুভূতি। জন্ম ও মৃত্যু চরম সত্য। মৃত্যুর অনুভূতি বা মৃত্যু কেমন, এই উপলব্ধি করানোর জন্যই জাপানে তৈরি হয়েছে ‘কফিন ক্যাফে’। জীবিত ব্যক্তিরা কফিনের মধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন এবং কফিনে শুয়ে জীবন ও মৃত্যুর একটা চিন্তাভাবনা ঝালিয়ে নিতে পারবেন। এই অভিনব ক্যাফেটি চালু হয়েছে জাপানের ফুৎসু শহরে। কফিনে শুয়ে থাকার অভিজ্ঞতা সঞ্চয় করতে ব্যয় করতে হবে ১৪ মার্কিন ডলার। কফিন ক্যাফের মালিকেরা পরম্পরায় কফিন তৈরির ব্যবসা করেন।
  • ডলারের নিরিখে আরও নীচে নেমে টাকার দাম সর্বনিম্ন হওয়ায় নতুন নজির গড়ল। এক ডলার ৭ পয়সা বেড়ে ৮৪.৪৬ টাকা হল। ভারতীয় মুদ্রার এত পতনে অর্থনীতি নিয়ে আশঙ্কা বাড়ছে।