কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর ২০২৩

schedule
2023-10-16 | 09:17h
update
2023-10-16 | 09:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ড নিয়ে ইজরায়েল এবং হামাস জঙ্গিদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৩২০০ জন। ইজরায়েলের বিমান হানায় মৃত্যু হয়েছে ২২১৫ জনের। নিহতদের মধ্যে রয়েছেন হামাস জঙ্গিগোষ্ঠীর শীর্ষস্থানীয় কমান্ডার আল কাদি এবং মুরাদ আবু মুরাদ। উত্তর গাজা ছেড়ে ৪ লক্ষ মানুষ পাড়ি দিচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এরই মধ্যে পলায়নরত মানুষের ভিড়ে ইজরায়েলের বোমারু বিমানের আক্রমণে মৃত্যু হল ৭০ জনের। এদিকে লেবাননে  ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে মৃত্যু হল একজন সাংবাদিকের। তাঁর নাম ইসাম আব্দুল্লাহ। তিনি রয়টার্সের চিত্র সাংবাদিক। এই ঘটনায় যখন হয়েছেন রয়টার্স, এএফপি, আল জাজিরার আরো ৬ জন সাংবাদিক। তাঁরা লেবানন সীমান্তে যখন যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন তখন সেখানে গিয়ে পড়ে ইজরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র। ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন সীমান্ত থেকে ইজরায়েলে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা, তাই সেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এই ঘটনার দায় ইজরায়েলের ওপরে চাপালেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। লেবাননে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে বিশ্বজুড়ে বিভিন্ন শহরে যুদ্ধের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কেউ প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ ইজরাইলের পক্ষে।
  • নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লুকশন ক্রিস্টোফার। ক্রিস্টোফারের নেতৃত্বে দক্ষিণপন্থী জোট ‘অ্যাক্ট’ জয়ী হয়েছে। ক্রিস হিপকিন্সের নেতৃত্বে লেবার পার্টি সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছে।
  • ভারতে কর ফাঁকির মামলায় ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা লাভা ইন্টারন্যাশনাল এর এমডি হরি ওম রাই, চার্টার্ড অ্যাকাউন্ট নীতিন  গর্গ এবং চিনা নাগরিক গুয়াং ওয়েন ইয়াংকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভারতে চিনা মোবাইল নির্মাতা সংস্থা  ভিভো যে ব্যবসা করেছে সেখান থেকে ফোন বিক্রির ৬২৪৭৬ কোটি টাকা বেআইনিভাবে চিনে পাঠিয়েছিল লাভা। এদেশে তারা কর ফাঁকি দিয়েছে বলে তদন্তে জানিয়েছে ইডি।
Advertisement

জাতীয়
  • সোনা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ যতবার অভিযান চালাতো প্রত্যেকবারই তারা নিরাপদে পালিয়ে যেত। কেরলের মল্লপুরমের এই বিষয়টিতে সর্ষের মধ্যেই ভূত রয়েছে বলে পুলিশের সন্দেহ ছিল। শেষ পর্যন্ত বিস্তারিত তদন্ত চালিয়ে এই ঘটনায় সিআইএসএফ আধিকারিক নবীন কুমারের বিরুদ্ধে মামলা করলো পুলিশ। সিআইএসএফ কর্তৃপক্ষ এই অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে। পুলিশের অভিযোগে বলা হয়েছে, কমপক্ষে ষাট বার চোরা পাচারকারীদের পালিয়ে যেতে সাহায্য করেছেন নবীন কুমার।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানে প্রথমে ব্যাট করে ১৯১ রান করেছিল। ভারত ৩০ ওভারেই সেই রান তুলে নেয় ।গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যশপ্রীত বুমরাহ। এই নিয়ে বিশ্বকাপে ভারত আট বার পাকিস্তানের মুখোমুখি হয়ে আট বারই জয়ী হলো। এদিন ৬৩ বলে ৮৬ রান করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে কোন ভারতীয় ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান। এছাড়া বিশ্বের তৃতীয় এবং ভারতীয়দের মধ্যে প্রথম ব্যাটসম্যান হিসাবে একদিনের ক্রিকেটে ৩০০ ওভার বাউন্ডারি মারার কৃতিত্ব দেখালেন রোহিত। এক্ষেত্রে তার আগে আছেন ক্রিস গেইল (৩৩১) এবং শাহিদ আফ্রিদি (৩৫১) ।
বিবিধ
  • এখন থেকে প্রতি বছর ২৩ আগস্ট দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে বলে নোটিশ জারি করল কেন্দ্রীয় সরকার। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করাতে সফল হয়েছে ভারত। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ওই দিনটি প্রতিবছর জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে।
  • এক বৃদ্ধ দম্পতির মধ্যে চলা বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাত্র নির্মল সিং পানেশরের বয়স ৮৯ বছর, পাত্রী পরমজিৎ কৌরের বয়স ৮২। তাঁদের তিনটি সন্তান রয়েছে। বায়ু সেনা কর্মী নির্মল বদলি হয়ে গেলে তার সঙ্গে কর্মস্থলে যেতে আপত্তি জানিয়ে পুরনো বাড়িতেই থেকে যান। এরপর ১৯৯৬ সালে স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা করেন নির্মল। কিন্তু পরমজিৎ বিবাহ বিচ্ছেদে সম্মত ছিলেন না। এরপর ২৭ বছর ধরে বিভিন্ন আদালত ঘুরে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 12:50:04
Privacy-Data & cookie usage: