কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর ২০২০

879
0

আন্তর্জাতিক

  • নিউজিল্যান্ডে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসছেন জেসিন্ডা আর্ডেন। তাঁর দল লেবার পার্টি সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করল।
  • ফ্রান্সে একজন শিক্ষককে গলা কেটে হত্যা করা হল। শ্রেণিকক্ষে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে পড়াতে গিয়ে তিনি শার্লি এবদো পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্রের কথা উল্লেখ করেছিলেন। এই ঘটনায় হত্যাকারী চেচেন কিশোরেরও মৃত্যু হল পুলিশের গুলিতে। তার পরিবারের ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটিকে ‘ইসলামি সন্ত্রাস’ হিসাবে ব্যাখ্যা করলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ।
  • বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৩,৯৮,০১,৯১৯। মোট প্রাণহানি হয়েছে ১১,১২,১৪০ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে ৮২ লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। প্রাণহানি হয়েছে ২ লক্ষ ২৩ হাজার জনের।

 

জাতীয়

  • মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করল অসমের করিমগঞ্জ জেলার মানুষ। অসমের জমিতে সেখানকার কৃষকরা জুম চাষ করছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, বাইরের সঙ্গে যোগাযোগের জন্য মিজোরামকে অসমের ওপরেই নির্ভর করতে হয়।
  • দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা হল ৭,৯৫,০৮৭ যা গত দেড় মাসে সব থেকে কম। মোট সংক্রমিত হয়েছেন ৭৪,৭৩,৬৮০ জন। মোট প্রাণহানি হয়েছে ১,১২,৯৯৮ জনের।

 

বিবিধ

  • গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। এই রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ভারত পেল ৯৪তম ক্রম। এই তালিকায় শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ. মায়ানমার ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে ৬৪, ৭৩, ৭৫, ৭৬ ও ৮৮তম ক্রম। এই রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরেজ জানিয়েছেন বর্তমানে বিশ্বের প্রায় ৭০ কোটি মানুষের কাছে পর্যাপ্ত আহার নেই।

 

খেলা

  • মহিলাদের হাফ ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন পেরেজ জেপচিরচির। তিনি দৌড় শেষ করলেন ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ডে। তিনি অবশ্য নিজেরই পুরনো রেকর্ড ভাঙলেন। জিডিনিয়ায় তিনি এই নজির গড়লেন।
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেস বোলার উমর গুল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল