আন্তর্জাতিক
- সম্পূর্ণ মুখ ঢাকা পোশাকে প্রকাশ্য স্থানে বেরনো নিয়ে গণভোট নেওয়া হয়েছিল সুইজারল্যান্ডে। সেখানে ৫১.২ শতাংশ দেশবাসী এই ধরনের পোশশাকের বিরোধিতা করছেন। তারপরই দেশের সরকার প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল। এর ফলে বোরখা বা নিকাব আর প্রকাশ্যে পরা যাবে না সেখানে। একাধিকবার আইএস হামলার পর ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, বুলগেরিয়া, বেলজিয়াম, লাটাভিয়ায় বোরখা নিষিদ্ধ হয়েছিল। সুইজারল্যান্ডের ৫.৫ শতাংশ মানুষ মুসলিম। আইনমন্ত্রী ক্যারেন কেলার সাটার বলেছেন, “এই গণভোট ইসলাম বিরোধী”। ধর্মীয় অনুষ্ঠানে বোরখা পরায় নিষেধাজ্ঞা থাকছে না। ইসলমিক সেন্টার কাউন্সিলের বক্তব্য, `মুসলিম বিদ্বেষ এবার দেশের আইনেও ঠাঁই পেল’। সুইজারল্যান্ডে গণভোট নিত্যনৈমিত্তিক ঘটনা। কোনো প্রস্তাবের পক্ষে ১ লক্ষ মানুষের সমর্থন সংগ্রহ করতে পারলেই গণভোট নেওয়া হয় সেখানে। সুইস পিপল’স পার্টি এই গণভোটের দাবি জানিয়েছিল। ভোট দেন ৫০.৮ শতাংশ নাগরিক।
- সেনা প্রশাসনের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে মায়ানমারে বন্ধ থাকল কারখানা, ব্যাঙ্ক, দোকানপাট। বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে মৃত্যু হল ৩ জনের।
জাতীয়
- ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতার স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিং। বাড়িটির তেরো তলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, পুলিশ অফিসার অমিত ভাওয়াল ও ৪ জন দমকল কর্মী সহ ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। দমকলের ১৫টি ইঞ্জিন দুটি স্কাই লিফটের সাহায্যে চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- দেশের স্বাধীনতার ৭৫তম বছর উদ্ যাপনের জন্য যে ২৫৯ জনের উচ্চস্তরীয় কমিটি গড়া হয়েছে তার প্রথম বৈঠক এদিন ভিডিও মাধ্যমে অনুষ্ঠিত হল। `ভারত কা অমৃত মহোৎসব’-এর লোগো বাছতে মাইগভ পোর্টালে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে ২৭২৭টি লোগো জমা পড়ছে বলে জানানো হল।
বিবিধ
- মার্কিন টিভি সঞ্চালিকা ওপারা উইনফ্রের সঙ্গে হ্যারি সেখানের সাক্ষাৎকার সম্প্রচারিত হল। ব্রিটিশ রাজ পরিবারের অন্দরমহলে নিয়মকানুন, আদবকায়দার ফাঁস কত তীব্র তা প্রকাশ করলেন মেগান। রাজপরিবারের মধ্যে বর্ণবিদ্বেষ এই একবিংশ শতকেও কীভাবে রয়ে গিয়েছে তাও জানালেন তাঁরা।
খেলা
- রোম আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পুরুষদের ৬৫ কেজি বিভাগে ভারতের বজরং পুনিয়া সোনার পদক জিতলেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠে এলেন তিনি।
- সপ্তম আইএসএলের ফাইনালে উঠল মুম্বই সিটি এফসি। সেমিফাইনালে দুই পর্বে তাদের সঙ্গে এফসি গোয়ার ম্যাচ অমীমাংসিত ছিল। এদিন পেনাল্টি শুট-আউটে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় তা গড়ায় সাডেন ডেথে। সেখানে ৬-৫ ব্যবধানে মুম্বই জয়ী হয়।
- বিজয় হাজারে ট্রফিতে পর-পর ৪ ম্যাচে শতরানের নজির গড়লেন কর্নাটকের বাঁ-হাতি ব্যাটসম্যান দেবদত্ত পারিক্কন। প্রতিযোগিতার ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৭৩ রান।
৭ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন